পিরোজপুর প্রতিনিধি: জেলার নাজিরপুরে মুসলিম এইড বাংলাদেশ নাজিরপুর শাখার উদ্যোগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আই, ডি, বি) এর ফায়েল খায়ের প্রোগ্রামের আওতায় গতকাল বৃহস্পতিবার সকালে নাজিরপুর উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে “গরু ও মুরগি পালন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার শাওগাতুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপসি’ত ছিলেন নাজিরপুর শাখার ফায়েল খায়ের প্রোগ্রামের লোকাল কমিটির সভাপতি ও নাজিরপুর উপজেলা ভাইসচেয়াম্যান মোহাম্মাদ আলী শিকদার । প্রশিক্ষক হিসাবে উপসি’ত ছিলেন নাজিরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:তরূণ কুমার সিকদার এ ছাড়া আরো ও উপসি’ত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার ও কৃষি কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস ও বি, আর, ডি,বি কর্মকর্তা মোঃ আবু মুসা। পরিচালনায় মুসলিম এইড বাংলাদেশ নাজিরপুর শাখা ব্যবস্থাপক,মোঃ মিজানুর রহমান। আর ও উপসি’ত ছিলেন প্রোগ্রাম সুপারভাইজার আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার শাওগাতুল আলম মুসলিম এইড বাংলাদেশ ফায়েল খায়ের প্রোগ্রাম নাজিরপুর শাখার শী্ররামকাঠি সমিতির সদস্য হোসনেয়ারা বেগমের হাতে ট্রেনিং সামগ্রী তুলে দিয়ে এ কর্মশালা উদ্বোধন করেন।
উক্ত কর্মশালায় ২৫জন উপকারভোগি সদস্য ট্রেনিং গ্রহণ করেন ।
উলেলখ্য যে কর্মশালা শেষে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে “একটি খামার ওএকটি বাড়ী” প্রকল্পের নিজ উদ্যগে কর্মশালায় অংশগ্রহণ কারী সদস্যদেরকে ”একটি বাড়ী ও একটি খামারের উপর ১০ মিনিটের একটি প্রামান্য চিত্র দেখানো হয়, যা সদস্যাদের আরো এগিয়ে যেতে সাহায্য করবে।
Home / সারাদেশ / বরিশাল / নাজিরপুরে ফায়েল খায়ের প্রোগ্রামের ”গরু ও মুরগি পালন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …