এনবিএন ডেক্স: নওগাঁয় ডি,বি পুলিশ গত কাল বৃহস্পতিবার এক মাদক ব্যাবসায়ীকে আটক করছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁয় ডি,বি পুলিশের একটি দল নওগাঁ সদরের মুক্তার পাড়া গ্রামের নিকটে স্কুলের পার্শ্বে বেলা ১১টায় গাঁজা বিক্রয়ের সময় শাহীন (৩৫) নামে এক ব্যক্তিকে ৩কেজি গাঁজা সহ আটক করেছে। ঐ সময় ডি,বি পুলিশের টের পেয়ে কালু পাড়া গ্রামের মৃত- শরিয়তুল্লার ছেলে, এমদাদুল (৪০) ২৭ কেজি গাঁজা সহ পালিয়ে যায়। গ্রেফতারকৃত শাহীন কালু পাড়া গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০,০০০/- টাকা। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …