এনবিএন ডেক্স নওগাঁর মহাদেবপুরে ইউপি’ চেয়ারম্যান পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকার মাছ নিধনের বিষয় আপস মূলে নিস্পত্তি করেছেন। উপজেলার জোথহরি পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন আলী সরদারের ছেলে মমতাজ আলী সরদার চার বছর আগে গ্রামের একটি খাস পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তার প্রতিবেসী সতিশের ছেলে পোপনা, বাবুর ছেলে সন্তোষ ও অমূল্যের ছেলে হাবুলের সাথে সে পুকুর নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৫ অক্টোবর মমতাজ মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে যে, প্রতিপক্ষরা তার পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট করেছে। বুধবার এব্যাপারে উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদে এক শালিসের আয়োজন করা হয়। শালিসে ইউপি’ চেয়ারম্যান শেখ শাহ্ আলম ফয়সাল উভয়ের মধ্যে শানি-পূর্ণ আপস করে দেন। ফলে তারা মামলার দায় থেকে অব্যাহতি পায়। #
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …