পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামালায় বিজয় লক্ষ্মী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
নিহতের ছেলে হিরেন শীল জানান, তার ভাই অভিজিত শীলের ছেলে সাগর গতকাল মঙ্গলবার সকালে প্রতিবেশী কাঠমিস্ত্রী নিখিল এর বাই-সাইকেলের পাম্প (হাওয়া) ছাড়ে এ রকম অভিযোগ করে নিখিল। এ নিয়ে সকালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিখিল সহ অন্যরা আমার ভাই নরেণ শীলকে মারতে যায়। এ সময় আমার মা বিজয় লক্ষী নরেনকে রক্ষা করতে গেলে তাদের (নিখিলদের) হামলায় আহত হয়ে মারা যান।
ভান্ডারিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) স্বাস’্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন হাজরা জানান, বিজয় লক্ষীকে চিকিৎসাকেন্দ্রে আনার আগেই মারা গেছেন। ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান সাইকেলের পাম্প (হাওয়া) ছাড়া নিয়ে এ ঘটনা ঘটেছে। বিজয় লক্ষীর লাশ ময়না তদনে-র জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …