22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর মহাদেবপুরে যন্ত্র দ্বারা ধান কর্তন ও বালাই দমনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁর মহাদেবপুরে যন্ত্র দ্বারা ধান কর্তন ও বালাই দমনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

নওগাঁ (মহাদেবপুর) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হ্যান্ড রিপারে ধান কর্তন এবং সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার উপর পৃথক দু’টি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে উপজেলার এনায়েতপুর মাঠে যন্ত্র দ্বারা (হ্যান্ড রিপার) ধান কর্তনের প্রদর্শনী প্রত্যৰ করেন কৃষকরা। একইদিন এনায়েতপুর গ্রামে সমন্বিত বালাই দমন ব্যবস’াপনার উপর আয়োজিত মাঠ দিবসে নিরাপদ কৃষির উপর ষ্টল প্রদর্শন করা হয়। এ উপলৰে এনায়েতপুর ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শাহাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আইরিন সুলতানা, এসএপিপিও আবু তাহের, উপসহকারী কৃষি কর্মকর্তা আঃ মমিন, আশুতোষ সরকার, ইউপি সদস্য আইয়ুব হোসেন, সচিব মাইনুর হোসাইন, প্রমুখ। কৃষিতে ভাল ফলাফলকারী কৃষাণ-কৃষাণীদের পুরস্কার প্রদান করা হয়। #

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …