27 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / নওগাঁর পোরশায় প্রাথমিক সমাপনি পরীক্ষা ১ম দিন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় প্রাথমিক সমাপনি পরীক্ষা ১ম দিন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত

এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় প্রাথমিক বিদ্যালয়েল ৫ম শ্রেণির সমাপনি পরীৰার ১ম দিন সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। এবারে উপজেলার ৬ ইউপির ৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ২,২৬০ জন ছাত্র/ছাত্রীর মধ্যে ১,৯২৯জন ছাত্র/ছাত্রী সমাপনি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। অনুপসি’ত রয়েছে ৩৩১ জন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার ফজলুর রহমান জানান সরকারী, বে-সরকারী, আনন্দ স্কুল ও এনজিও স্কুলের ছাত্র/ছাত্রীরা এ পরীক্ষায় অংশ গ্রহণ করছে। তিনি আরও জানান আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সমাপনি পরীক্ষা চলবে। আশা করি প্রতিবারের মত এবারও ভালভাবে পরীৰা শেষ করতে পারবো। তিনি অনুপসি’ত ছাত্র/ছাত্রীদের সম্পর্কে বলেন যে সকল ছাত্র/ছাত্রী অনুপসি’ত রয়েছে তাদের আমরা খোঁজ নিয়েছি অনেকে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি ও কেউ অসুস’্য রয়েছে। তবে অন্যান্য বছরের চেয়ে এবারে অনুপসি’তির সংখ্যা কম।   #

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …