নওগাঁ (ধামুইরহাট) প্রতিনিধি: নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় মাঠে মাঠে আমন ধান কাটা শুর্ব হয়েছে। কৃষাণ-কৃষাণীরা আমন ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ধানের দাম ভালো থাকার আশা করছেন কৃষকেরা। স’ানীয় বাজারেও নতুন আমন ধান আসতে শুর্ব হয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তর থেকে জানা গেছে, উপজেলায় এবার আমন ধান চাষের লৰমাত্রা ২০ হাজার ৬শ’ ৫৫ হেক্টর থাকলেও চাষ হয়েছে ২২ হাজার ১শ’ ০৫ হেক্টর জমিতে। যা লৰমাত্রার চেয়ে বেশি। জেলার বিভিন্ন উপজেলায় আমন ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে। এবার অন্যান্য বছরের তুলনায় আমন মৌসুমের শুর্বতেই ঘন বৃষ্টি, জমিতে জলাবদ্ধতা হওয়ায় কৃষকেরা ধান লাগাতে কিছুটা দেরী করে। ফলে এবার পুরো আমন ধান কিছুটা দেরীতে উঠবে। সরোজমিনে দেখা গেছে, উপজেলার প্রতিটি মাঠেই আমন ৰেতের সোনালী রং ধারন করেছে। আবার কোন কোন ৰেতের ধান কাটা পড়েছে। সাতানা গ্রামের ইসমাইল হোসেন বলেন, আমি ৫ একর জমিতে আমন ধান লাগায়েছিলাম কাটা মাড়াই চলছে। ধামইরহাট উপজেলার কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, সব বাধা পেরিয়ে কৃষকেরা আমন ধান চাষ করেছেন। আবাদও ভালো হয়েছে। তিনি আমন ধানের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন। পোকার অজুহাতে আমন ধানের আবাদ কম হয়নি। বরং লৰমাত্রার চেয়ে বেশী জমিতে ধান আবাদ হয়েছে। এবার হেক্টর প্রতি ধানের ফলন প্রায় ৩.০৭ মেট্টিকটন। এছাড়া ৬০ ভাগ জমির ধান কাটা মাড়াইয়ের কাজ শেষ এবং ৪০ ভাগ জমির ধান কাটা মাড়াইয়ের কাজ চলছে বলে তিনি জানান।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …