পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে কোচিং ব্যবসার আড়ালে বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করার প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা কর্মীর উপর হামলার ঘটনায় ২০ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার সদর রোডে ইসলামীয়া সুপার মার্কেটের এইসি নামের কোচিং সেন্টারের পরিচালক ওবায়দুল বেপারী গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করেন এমন অভিযোগে তার কাছে স্থানীয় ছাত্রলীগ নেতা সজীবসহ অন্যান্য নেতাকর্মীরা জানতে চায়। এসময় কথার কাটাকাটিতে কোচিং সেন্টারের পরিচালক ওবায়দুল বেপারীর নেতৃত্বে ৫/৭ জন ক্যাডার ছাত্রলীগের নেতা কর্মীর উপর হামলা চালায়। হামলায় খায়রুল ইসলাম, জাহিদুল ইসলাম, সজীব হাওলাদার, ফেরদৌস, সফিউল্লাহ, রুবেল, শাওন, বশির ও ওবায়দুলসহ উভয় পক্ষের ২০ জন আহত হয়। পরে জনতার তোপের মুখে ওই কোচিং ব্যবসায়ী আত্মগোপন করেন। পরে ওই মার্কেটের মালিক আলতাফ হোসেন কোচিং সেন্টারের মালামাল ওবায়দুলের বাড়িতে পাঠিয়ে দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিসি’তি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহতদের ওই রাতেই পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার জিয়ানগর ডিগ্রী কলেজে হামলা সংঘর্ষের ঘটনায় কলেজ ছাত্র নাঈমসহ ৩ জন আহত হয়। কোচিং সেন্টারের পরিচালক ওবায়দুল বেপারীর প্রতিবেশী রিপন সিকদার জানান, ওবায়দুলের বিরুদ্ধে কোচিং সেন্টারের আড়ালে মাদক ব্যবসা সহ নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। অপর দিকে তিনি (ওবায়দুল) ন্যাশনাল প্রেস সোসাইটি পরিচালিত গণমাধ্যম ও মানবাধিকার সংস’ার নামে প্রায় ৩ শতাধিক ব্যক্তির কাছ থেকে ওই সংস’ার আইডি কার্ড করে দিয়ে জন প্রতি কিছু টাকা করে হাতিয়ে নিয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়। এ ব্যপারে ওবায়দুল বেপারীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায় নাই। কিন’ ওবায়দুলের পিতা হালিম মুন্সী জানান, আমার ছেলেকে কোন দিন খারাপ পথে চলতে দেখি নাই। ইন্দুরকানী থানার উপপরিদর্শক ওসমান ফারুক জানান, হামলা সংঘর্ষের ঘটনায় কোন মামলা হয়নি তবে পরিসি’তি শান- রয়েছে। ছাত্রলীগের নেতা কর্মীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ।
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে প্রাইভেট কোচিংয়ের আড়ালে মাদক ব্যবসা প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতা কর্মীর উপর পৃথক হামলায় আহত-২৩
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …