22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে ৬ কলেজ ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পিরোজপুরে ৬ কলেজ ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির মুজিব অভিসহ ছাত্রলীগের ৬ নেতা কর্মীকে কলেজ থেকে বাধ্যতামুলক ছাড়পত্র দেয়া হয়েছে। শৃংখলাভঙ্গ ও  অসদাচরনের অভিযোগে আজ সোমবার পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে তাদেরকে বাধ্যতামূলক ছাড়পত্র দেয়া হয়। ফয়সাল মাহবুব শুভ ইংরেজী বিভাগের ৪র্থ বর্ষের এবং তানভীর মুজিব অভি ডিগ্রী ১ম বর্ষের ছাত্র। কলেজ থেকে ছাড়পত্র দেয়া অন্যরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের মোঃ মামুন সিকদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের ২য় বর্ষের আবু হানিফ, রাষ্ট্রবিজ্ঞান ১ম বর্ষের পার্থ সাহা, একাদশ শ্রেনীর মানবিক বিভাগের মোহাইমিনুল ইসলাম।
কলেজ অধ্যক্ষ প্রফেসর গনেশ চন্দ্র অধিকারী স্বাক্ষরিত আদেশে জানা যায়, ফয়সাল মাহবুব শুভর নেতৃত্বে ৫০-৬০ জন ছাত্র অছাত্র গত ২০ অক্টোবর অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশ করে ভাংচুর চালায় এবং অস্ত্র ঠেকিয়ে ব্যাংক চেকে সই করিয়ে নেয়। এ সময় তারা গত ১৩ অক্টোবর মেয়াদের পূর্বে বিভিন্ন অনিয়মে ভেঙ্গে দেয়া ছাত্র সংসদ পূর্নবহালের আদেশে সই করিয়ে নেয়। এ ঘটনায় কলেজ থেকে শুভকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলে তার জবাব সনে-াষজনক নয় বলে আদেশে উল্লেখ করা হয়। এর আগে গত ০৪ মার্চ কলেজের ব্যবস’াপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে শুভ পরীৰা কৰে প্রবেশ করে বহিঃ পরীক্ষক শাহ সাজেদার সাথে চরম দুর্ব্যবহার করে। তখনও তাকে নোটিশ দেওয়া হয়েছিল। এসব বিষয়ে কলেজে সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য ছয় ছাত্রকে কলেজ থেকে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদান করা হয়ছে বলে আদেশে উল্লেখ করা হয়।
গত ২০ অক্টোবরের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তানভীর মুজিব অভিসহ ৫ জন জড়িত থাকার অভিযোগে তাদেরকেও কলেজ থেকে বাধ্যতামূলক ছাড়পত্র দেয়া হয়েছে বলে অধ্যক্ষ স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়। ছাড়পত্র পাওয়া ফয়সাল মাহবুব শুভ জানান, আমি অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছি। আদালত অধ্যক্ষকে কারন দর্শানোর নোটিশ দিয়েছে।
সরকারি সোহরাওয়ার্দী কলেজের ৬ ছাত্রকে বাধ্যতামুলক ছাড়পত্র দেয়ার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে অয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব শুভ, সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি, কলেজ ছাত্র সংসদের  সাবেক সহঃক্রিড়া সম্পাদক শাহনেওয়াজ প্রিন্স।
উল্লেখ্য বিভিন্ন অনিয়মের কারনে  গত ১৩ অক্টোবর মেয়াদ পূর্ন হওয়ার আগেই কলেজ ছাত্রসংসদ ভেঙ্গে দেন অধ্যক্ষ। ভেঙ্গে দেওয়া ছাত্র সংসদের ভিপি ছিলেন ফয়সাল মাহবুব শুভ। এবং ছাড়পত্র পাওয়া মামুন সিকদার ওই ছাত্র সংসদের অভ্যন-রীন ক্রীড়া সম্পাদক ও আবু হানিফ সমাজ কল্যান সম্পাদক ছিলেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …