20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর মহাদেবপুরে কারেন্ট পোকা থেকে বাঁচতে পাশের জমির ধান আগুনে পোড়ানোর অভিযোগ

নওগাঁর মহাদেবপুরে কারেন্ট পোকা থেকে বাঁচতে পাশের জমির ধান আগুনে পোড়ানোর অভিযোগ

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে কারেন্ট পোকার হাত থেকে বাঁচতে এক কৃষক অবশেষে তার পাশের জমির পাকা ধানে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আগুনে তিন বিঘা জমির ধান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার সদর ইউনিয়নের জোয়ানপুর গ্রামের মৃত লছর উদ্দিন মন্ডলের ছেলে মাসুদ হোসেন মন্ডল জানান, তিনি এবার জোয়ানপুর মাঠে ছয় বিঘা জমিতে রোপা আমন ধানের চাষ করেছিলেন। কিন’ জমিতে কারেন্ট পোকার আক্রমন হওয়ায় ফলন কমে যাচ্ছিল। সোমবার ভোরে ঘুম থেকে ওঠে তার জমিতে আগুন জ্বলতে দেখেন। তিনি ও তার প্রতিবেশীরা পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। কিন’ তার আগেই তিন বিঘা জমির ধান সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়। এতে তার আনুমানিক ৪৫ হাজার টাকার ক্ষতি হয়। তার জমির পাশেই প্রতিবেশী মৃত ওসমান আলীর ছেলে আব্দুস ছালামের এক বিঘা জমি রয়েছে। পাশের জমিতে আগুনের ফলে তার জমি থেকে পোকা দূর হয়ে যাবে এই ভেবে ছালামই তার জমিতে আগুন দিয়েছে বলে মাসুদ মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মহাদেবপুর থানার এস. আই অনু ইসলাম জানান, বিকেলে তিনি ও মহাদেবপুর সদর ইউপি’ চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী দুলাল ঘটনাস’ল পরিদর্শন করেছেন। অভিযুক্ত ছালামের বাড়ীতে গিয়ে তাকে পাওয়া যায়নি, তার মোবাইল ফোনও বন্ধ থাকায় এব্যাপারে তার বক্তব্য পাওয়া যায়নি। #

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …