23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে বোরকা না পড়ায় কাজ থেকে বাদ দেয়ার সংবাদে আইন-শৃঙ্খলা সভায় তোলপাড়

প্রকৃত তথ্য গোপন করে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ নওগাঁর মহাদেবপুরে বোরকা না পড়ায় কাজ থেকে বাদ দেয়ার সংবাদে আইন-শৃঙ্খলা সভায় তোলপাড়

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে সরকারী সম্পদের অপব্যবহার ও আত্মসাতের অভিযোগ আড়াল করে বোরকা না পড়ার মিথ্যা অযুহাতে কাজ থেকে অব্যাহতির সংবাদে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। রবিবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এব্যাপারে সাংবাদিকদের প্রতি ভর্ৎসনা করে রেজুলেশন করা হয়েছে। এলাকার এমপি’ মিথ্যা সংবাদ পরিবেশনের সাথে জড়িত সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া গ্রহণের নির্দেশ দিয়েছেন।
শনিবার কয়েকটি জাতীয় পত্রিকায় দেশের শীর্ষস’ানীয় একটি সংবাদ সংস’ার (বিডিনিউজ) বরাত দিয়ে সংবাদ ছাপা হয় যে, উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের নারী উদ্যোক্তা উম্মে মাহবুবা বোরকা না পড়ার কারণে চেয়ারম্যান তাকে সেবা কেন্দ্রের চাবি দেননি। ফলে এক বছর ধরে স্বেচ্ছাশ্রমে সেবা কেন্দ্র পরিচালনা করে আসা মাহবুবা আর সেবা কেন্দ্রে যেতে পারছে না।
সোমবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি’র সভায় উত্তরগ্রাম ইউপি’ চেয়ারম্যান শেখ শাহ্‌ আলম ফয়সাল পত্রিকায় প্রকাশিত খবর পড়ে শুনিয়ে অভিযোগ উত্থাপন করেন যে, তার প্রতিবেসী নওগাঁর অনিয়মিত দৈনিক প্রথম সংবাদের নির্বাহী সম্পাদক এস,এম,আজাদ হোসেন মুরাদ, দৈনিক নয়া দিগনে-র নওগাঁ জেলা প্রতিনিধি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তারেক এবং দৈনিক ইত্তেফাকের মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ তার গত নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ নিয়ে প্রকৃত তথ্য গোপণ করে মিথ্যা সংবাদ প্রকাশ করে চেয়ারম্যানকে একজন কট্টর মৌলবাদী বানানোর অপচেষ্টা করেছে। এতে দেশের সুনামও ক্ষুন্ন হয়েছে। তিনি অভিযোগ করেন যে, আগের চেয়ারম্যানের আমলে সেবা কেন্দ্র পরিচালনার দায়িত্ব পাওয়া উদ্যোক্তা উম্মে মাহবুবার বিরুদ্ধে বিস-র অভিযোগ রয়েছে। সে চেয়ারম্যানকে না জানিয়ে কেন্দ্রের সরকারী ডিজিট্যাল ক্যামেরা, মডেম ও ফটোষ্ট্যাট মেশিনের হার্ডডিস্ক চুরি করে তার নিজের বাড়ীতে নিয়ে যায়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হবার পর সেগুলো ফেরৎ চাইলে সেগুলো তার বাড়ী থেকে চুরি হয়েছে বলে জানায়। চেয়ারম্যান এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিলে মাহবুবা বাজার থেকে কমদামে ক্যামেরা ও মডেম কিনে দেয় ও ফটোষ্ট্যাট মেশিন মেরামত করে দেয়। কিন’ মডেমের সীম নিজের কাছেই রেখে দেয়। এছাড়া সে দুঃস’্য ও অসহায়দের কার্ড করার জন্য ছবি তোলা, আইডি কার্ড ফটোকপি করা এবং বিভিন্ন মাষ্টার রোল তৈরী ও ফটোষ্ট্যাট করার জন্য বাজার দরের দ্বিগুন টাকা আদায় করতো। সেবা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে সারা বছরের আয় ব্যয়ের হিসাব চেয়ে তাকে চিঠি দেয়া হলেও সে তা দেয়নি।
চেয়ারম্যান নির্বাচিত হবার পর তথ্যসেবা কেন্দ্র নতুন করে সাজানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে ইউপি’ চেয়ারম্যানের মনোনীত দুই জন মূল উদ্যোক্তা এবং এমপি’র মনোনীত দুই জন বিকল্প উদ্যোক্তার নাম প্রস-াব আকারে পাঠানোর পর আগের উদ্যোক্তা উম্মে মাহবুবা বাদ পড়ে যায়। সে নিয়মিতই বোরকা পড়ে সেবা কেন্দ্রে আসতো। সুতরাং বোরকা না পড়ার কারণে, কিম্বা বেপর্দা হয়ে চলাচলের অভিযোগে সেবা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার খবর সম্পূর্ণ মিথ্যা বলে তিনি আইন-শৃঙ্খলা কমিটির সভায় দাবী করেন। বিষয়টি নিয়ে সভায় বিস-ারিত আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপসি’ত থাকা এলাকার এমপি’ আলহাজ্ব ডক্টর আকরাম হোসেন চৌধুরী মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আবেদ আলী মন্ডলের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা বিষয়ে কিছু জানাতে পারেননি। সভায় সর্ব সম্মতিক্রমে ঐ সংবাদ সংগ্রহ ও প্রকাশের সাথে জড়িত তিন সাংবাদিকের প্রতি ভর্ৎসনা জ্ঞাপন ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস’া গ্রহণের সিদ্ধান- গৃহীত হয়।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে রেজুলেশন নেয়া হয়েছে। এব্যাপারে সাংবাদিক এস,এম,আজাদ হোসেন মুরাদ জানান, তার কাছে প্রকাশিত সংবাদের প্রমাণ আছে। আব্দুর রশিদ তারেক ও আজাদুল ইসলাম আজাদ জানান, সংবাদটি তাদের কাগজে ছাপা হয়নি এবং তারা এবিষয়ে কিছু জানেন না।
বিকেলে সরেজমিনে ঘটনাস’ল উত্তরগ্রামে গিয়ে বিভিন্ন জনের সাথে কথা বলে বোরকা না পড়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি। বেশীরভাগ মানুষ বলেছে মাহবুবা নিয়মিত বোরকা পড়েই চলাফেরা করতো। ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তরগ্রাম বাজার বণিক সমিতি’র সভাপতি রমজান আলী, উত্তরগ্রামের বাসিন্দা সাবের আলীর পুত্র সাইফুল ইসলাম, মৃত জমিতুল্যাহর ছেলে মোসলেম আলী প্রমুখ জানান, মেয়েটি খুবই পর্দার সাথে চলাফেরা করতো। উত্তরগ্রাম থেকে তিন কিলোমিটার দূরে মেয়েটির বাড়ী ভ্যালাইন গ্রামে। সেখানে গেলে তার প্রতিবেসী ডাঃ ওসমান আলীর ছেলে দেলোয়ার হোসেন, মৃত সিরাজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম মিস্ত্রী, মৃত কালুর ছেলে লুৎফর রহমান প্রমুখও একই রকম মন-ব্য করেন। তবে তারা জানান, এলাকার কয়েকজন ছেলে তাকে উত্যক্ত করতো। ঘটনার মধ্যমনি মাহবুবার বাড়ীতে গেলে সে জানায়, সে একদিন তথ্য সেবা কেন্দ্রে কাজ করার সময় চেয়ারম্যান ফয়সাল তার রুমের সামনে দিয়ে যাবার সময় তার চলাফেরা বেহায়ার মত বলে তাকে গালমন্দ করতে করতে চলে যান। শুধুমাত্র বোরকা না পড়ার কারণেই তাকে কাজ থেকে বাদ দেয়া হয়েছে কিনা তা সে জোড় দিয়ে বলতে পারেনি। সে স্বীকার করে যে, সরকারী মালামাল বাড়ীতে এনে রেখেছিল। সেগুলো চুরি হয়ে গেলে চেয়ারম্যানের জামাইয়ের এক বন্ধু তিন সন-ানের জনক জিয়াউল হক জিয়া রাতের বেলা তাকে উত্যক্ত করতে এসে জানালা দিয়ে সেগুলো চুরি করে নিয়ে গেছে বলে থানায় লিখিত অভিযোগ দেয়। পুলিশ সে অভিযোগের সরেজমিনে তদন- করতে এলে তা মিমাংশা করা হয়। কিন’ চুরি যাওয়া মালামালগুলো ফেরৎ পাওয়া যায়নি। বাজার থেকে সেগুলো কিনে দিয়েছে। সে আয় ব্যয়ের হিসাব দেয়ার সময় পায়নি বলেও জানায়। সে জানায়, একটি ছবি তোলা ও আইডি কার্ড ফটো কপি করার জন্য মোট চল্লিশ টাকা করে নিত, কিন’ বাজারে ছবি তোলার জন্য কুড়ি থেকে পঁচিশ টাকা নেয়।
মাহবুবার মা আয়েশা সিদ্দিকা জানান, তার মেয়ে সব সময় বোরকা পড়ে বাড়ীর বাইরে যায়। তার পরও চেয়ারম্যান কেন বেপর্দার অভিযোগ করলেন তা তার বোধগম্য নয়। তবে তার মেয়ে অনিন্দ্য সুন্দরী হওয়ায় এবং তাদের গ্রামের এক পাশে ফাঁকা মাঠ সংলগ্ন বিশাল বাড়ীতে তিনি, তার বৃদ্ধ স্বামী ও এক মেয়ে ছাড়া আর কেউ না থাকায় কয়েকজন যুবক তার মেয়েকে প্রায়ই উত্যক্ত করে। এমনকি রাতের বেলায় তারা এসে জানালায় টোকাও দেয়।
উত্তরগ্রাম ইউনিয়নের মেম্বার বিপ্লব কুমার, মোজাম্মেল হক, ওমর আলী, জয়ন-ী দাস, বেবেকা সুলতানা, রেজাউন্নবী, মিজানুর রহমান পলাশ, মাহফুজুল হক, লুৎফর রহমান, মোস-াকিন হোসেন ও নাজমা খানম জানান, তথ্য সেবা কেন্দ্রের যাবতীয় যন্ত্রপাতি সরকারের। মাহবুবার শুধুমাত্র নিজে কাজ করে কাজের পারিশ্রমিক নেয়ার কথা। কিন’ বাজারে প্রতি কপি ফটোষ্ট্যাট এক টাকা করে হলেও সে নির্বাচিত মেম্বারদের কাছ থেকেও বিভিন্ন প্রকল্পের কাগজপত্র ফটোষ্ট্যাট করতে প্রতি পৃষ্ঠা দুই টাকা করে নিত। পরিষদের কাজে তার সহযোগিতা পাওয়া যেতোনা বলেও তারা অভিযোগ করেন। বোরকা না পড়ার কারণে তাকে বাদ দেয়ার খবর সত্য নয় বলেও তারা জানান। #

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …