এনবিএন ডেক্স: গত সোমবার সকাল ১১ টায় নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সামাদ এতে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন। অন্যান্যের মধ্যে কমিটির সহসভাপতি আমেনা খাতুন, সদস্য মনোজিৎ কুমার সরকার, পিটিআই কমিটির সদস্য নুরবক্স মন্ডল ও প্রধান শিক্ষক রেজাউল হক প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের মাঝে কলম, স্কেল প্রদান করা হয়। এবারে উক্ত বিদ্যালয় হতে ৬০ জন ছাত্র ও ৬৫ জন ছাত্রীসহ মোট ১ শ’ ২৫ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করবে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সংগীত পরিবেশন করে। #
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …