পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে গাজাব্যবসায়ী গন ধোলাইয়ের শিকার। রোবার উপজেলার চাড়াখালী গ্রামের এল,জি,ই,ডি ব্রিজ সংলগ্ন এলাকায় মোড়েলগঞ্জ থেকে আসা মামুন শেখ নামের এক যুবককে গাজা সরবরাহকারী সন্ধেহে জনতা আটক করে গন ধোলাই দিতে থাকলে ইন্দুরকানী থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকে উদ্ধার করে থানা হাজতে আটক করে রাখে। একাধিক সূত্রে জানাযায় আটক কৃত যুবক ভিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা সরবরাহ করে আসছে। এবং গন ধোলাইয়ের সময় তার সাথে থাকা কালো একটি ব্যাগে ৩ কেজি গাঁজা ছিল বলে অভিযোগ পাওয়া যায়। গনধোলাইয়ের পূর্বে গাজার ব্যাগটি উধাও হয়ে যায়। তবে কে বা কারা ব্যাগটি নিয়েছেতার সন্ধান পাওয়া যায়নি। ইন্দুরকানী থানার এস,আই ওসমান ফারুক জানান আটকৃত যুবক মামুন শেখের কাছে কোন গাজা পাওয়া যায়নি। তার বাড়ি মোড়েগঞ্জ উপজেলার খারইখালী গ্রামের সইযদ্দিন শেখের ছেলে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …