এনবিএন ডেক্স: অনির্দিষ্ট কালের কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন। গতকাল রোববার দুপুরে নওগাঁ জেলা শাখার এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা শাখার সভাপতি ডা: এস এম খায়ের আলী। এ সময় অন্যান্যদের মধ্যে সাধারন সম্পাদক ইব্রাহীম হোসেন, শফিকুল ইসলাম, ফজলুর রহমান, বজলুর রশিদ, আছির উদ্দীন আঃ হাই প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দরা জানান, ৯ দফা দাবি আদায়ের লক্ষে তারা ১৭ b‡f¤^i থেকে সারাদেশের সকল শাখা ডাকঘরে কর্মরত পোস্ট মাষ্টার ও অন্যান্য কর্মচারীরা অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতিসহ বিভিন্ন কর্মসূচী ঘোষনা করলে ১৫ b‡f¤^i সংগঠনের নেতৃবৃন্দদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তাগনের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কর্মকর্তাগন ইডি কর্মচারীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তাদের ঘোষিত কর্মসূচী ৩১ জানুয়ারী পর্যন্তস্থগিত করে। দাবি পূরন না হলে ১৩ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পুনরুজ্জীবিত করবে বলেও জানান তারা।#
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …