7 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর ধামইরহাটে গণপিটুনীতে ২ ডাকাত নিহত

নওগাঁর ধামইরহাটে গণপিটুনীতে ২ ডাকাত নিহত

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে বাস ডাকাতির ঘটনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত হয়েছে। থানা সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাত ৯ টার দিকে নওগাঁ থেকে আগ্রাদ্বিগুন গামী একটি যাত্রীবাহী বাস (বগুড়া-ব-৪৬৯৮) লোদিপুর-আগ্রা গ্রামের মধ্যবর্তী ধুলাউড়ি নামক স’ানে পৌছিলে রাসত্মায় গাছ ফেলে একদল ডাকাত বাস থামিয়ে যাত্রীদের মারপিট ও লুটপাট করে। যাত্রীদের চিৎকারে স’ানীয় লোকজন এসে মোটরসাইকেল সহ ২ জনকেআটক করে।  আটককৃতরা দেবীপুর গ্রামের মোসত্মাফিজুর রহমানের ছেলে শাজাহান (৩০) ও দেশাহার গ্রামের মৃত তছির উদ্দীনের পুত্র ফজলুর রহমান ভেদু (৫০) উপসি’ত জনগণ আটককৃতদের ব্যাপক গণপিটুনি দেয়, এক পর্যায়ে লোদিপুর মাদ্রাসা চত্বরে নিয়ে গণপিটুনী দিয়ে রেখে যায়। থানা পুলিশ খবর পেয়ে রাতেই ডাকাত ২ জনকে উদ্ধার করে বাসটি ধামইরহাট থানা হেফাজতে নেয়া হয়। পত্নীতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউল আলম জানান, লোদীপুর মাদ্রাসা থেকে রাতে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষনা করেন। রাতেই পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান এবং এ,এস,পি মহিউল আলম ঘটনাস’ল পরিদর্শন করেন। ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী জানান, এলাকা বাসী নিহত দুই জনকে ছিনতাই হিসেবেই জানে। স’ানীয় জনতা কেউ কেউ শাজাহন ও ফজলুর রহমান ভেদুকে ডাকাত-পকেটমার হিসেবে বর্ণণা করলেও নিহতের পরিবারের লোকজন নিহত শাজাহান ও ফজলুর রহমানকে নির্দোষ বলে দাবী করেন।  শাজাহানের পিতা মোসত্মাফিজুর রহমান কাঁদ কাঁদ কন্ঠে বলেন, শাজাহান ও ফজলুর রহমান ধামইরহাটে কাজ সেরে বাড়ী আসার পথে দুর্ভাগ্যবশত গণপিটুনীর ঘটনার শিকার হন। এ ব্যাপারে ধামইরহাট থানায় বাস ড্রাইভার আল আমিন বাদী হয়ে ১টি ডাকাতি মামলা করেন যার নং- ১৩ এবং থানা পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন যার নং ১৪, তাং- ১৬/১১/১১ ইং

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …