22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সড়ক দূর্ঘটনা / সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বখাটেদের মারপিট ও ছুরিকাঘাতে জেএসসি পরীক্ষার্থী গুরত্বর আহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বখাটেদের মারপিট ও ছুরিকাঘাতে জেএসসি পরীক্ষার্থী গুরত্বর আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি : উল্লাপাড়ায় বৃহস্পতিবার সকালে বখাটেদের নির্মম ছুরিকাঘাত ও মারপিটে এক জেএসসি পরীক্ষার্থী গুরত্বর আহত হয়েছে। জানা যায় উল্লাপাড়া উপজেলার হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী জেএসসি পরীক্ষার্থী জেসমিন খাতুন (১৪) কে গত কয়দিন ধরে বাড়ি থেকে আসা যাওয়ার পথে একদল বখাটে উত্যাক্ত করত। আজ জেসমিন উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসলে অজ্ঞাত নামা বখাটেদের একজন কৌশলে জেসমিনকে তার বাবা পরীক্ষা হলের বাইরে ডাকছে বলে ফুসলিয়ে এনে পরীক্ষা কেন্দ্রের পাশে ৩ জন মিলে এ্যালোপাথারী ভাবে মারধর করে। এসময় জেসমিনের আত্নচিৎকারে লোকজন ছুটে আসতে দেখলে বখাটেরা জেসমিনের হাতে ধারালো ছোরা দ্বারা এ্যালোপাথারী কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রের শিক্ষকেরা ঘটনাস’ল থেকে জেসমিনকে গুরুত্বর আহত  অবস’ায়  উদ্ধার করে। এ ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট অতুল সরকার ঘটনাস’ল পরিদর্শন করে দ্রুত ওই বখাটেদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন- থানা পুলিশ বখাটেদের গ্রেপ্তার করতে সরাসরি অভিযান শুরু করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …