পিরোজপুর প্রতিনিধি:নিম্নমানের চাল বিতরন করায় ভেস্তে যাচ্ছে জিয়ানগরের ওএমএস কার্যক্রম। উপজেলার খাদ্যগুদাম থেকে ওএমএস ডিলারদের অত্যন্ত নিম্নমানের চাল দেয়ায় ওই চাল নিয়ে বিপাকে পড়েছেন ওএমএস ডিলাররা। ফলে ক্রেতাশূন্য হয়ে পড়েছে উপজেলার ওএমএস ডিলারদের দোকান গুলো। প্রতিদিন এক হাজার কেজি চাল বিক্রির কথা থাকলেও নিম্নমানের চাল হওয়ায় ৭০ থেকে ১০০ কেজি চাল বিক্রি হয় বলে জানান ওএমএস ডিলার মেসবাহ উদ্দিন। অপর দিকে ওএমএস এর চাল খুব খারাপ, এ চাল মুরগীতেও খেতে চায় না বলে জানালেন খোলা বাজার থেকে চাল ক্রেতা উপজেলার ইন্দুরকানী গ্রামের আজাদ হোসেন বাচ্চু। এ ব্যপারে সমপ্রতি যোগদানকৃত জিয়ানগর খাদ্যগুদামের ওসিওএলএসডি সাজ্জাদ হোসেন জানান, গুদামের অধিকাংশ চাল নিম্নমানের। আগের ওসিওএলএসডি আঃ রব প্রচুর পরিমানে নিম্নমানের চাল রেখে গেছেন। ফলে বাধ্য হয়ে এই চাল বিতরন করতে হচ্ছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …