এনবিএন ডেক্স: খাদ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁ জেলায় এবারে আমন ধানের ব্যাপক আবাদ হয়েছে। চলতি বছরের আবহাওয়া শুরুর দিক হতে কৃষকদের অনুকুলে থাকায় এ উপজেলায় আমন ধানের চাষাবাদ খুব ভালো হয়েছে । ধান পাকার পুর্ব মুহুর্তে কোন কোন এলাকায় কারেন্ট পোকার আক্রমন দেখা দিয়ে ছিল। এ দিকে এলাকায় চরম শ্রমিক সংকট শুরু হয়েছে । বাজারে সদ্য উঠা আমন ধানের বর্তমান বাজার দরের কারনে ধান কাটা মাড়াই কাজের জন্য নিয়োজিত শ্রমিকদের পোশায় না ফলে এলাকার শ্রমিকরা এ কাজ বাদ দিয়ে দলে দলে ছুটে চলছে নাটোর ,ফরিদ পুর ও সহ দেশের বিভিন্ন এলাকায় ।
খোঁজ নিয়ে জানা গেছে , একজন কৃষি শ্রমিক চলতি মৌসুমে সারা দিন ধান কাটা মাড়াই কাজ করে যে পরিমানের পারিশ্রমিক পেয়ে থাকে তার দ্বিগুন বেতন পায় উল্ল্লেখিত জেলা গুলিতে গিয়ে রবি শষ্যের জমিতে কাজ করে । বরেন্দ্র এলাকায় ধানের আবাদ বেশি হয় অপর দিকে ওই এলাকা গুলিতে পিয়াঁজ রসুন রোপনের এখন উপযুক্ত সময় তাই কৃষি শ্রমিকের চাহিদা বেশি থাকায় শ্রমিকরা অধিক আয়ের আশায় প্রতি দিন ধান কাটা মাড়াই কাজ ফেলে ছুটে চলছে । এ দিকে কাটার উপযুক্ত হাজার হাজার একর জমির পাকা ধান লোকজনের অভাবে মাঠে ফেলে রেখে চরম অশানি-র মধ্যে দিনাতিপাত করছে জেলার আমন ধান চাষীরা । অপর দিকে কারেন্ট পোকার আক্রমনের পর জমির পাকা ধান সময় মতো কাটতে না পারলে পরে ধানের শীষ ঝড়ে পড়ে আবার নতুন করে ক্ষতির আশংকা দেখা দিতে পারে।
আরও পড়ুন...
শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক
এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …