এনবিএন ডেক্স: নওগাঁয় এক প্রতারক কর্তৃক অর্দ্ধ কোটি টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নওগাঁ সদরের বিল ভবানিপুর গ্রামের মৃত- তছির উদ্দীন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন প্রায় ৫০ টি পরিবারের কাছ থেকে সরকারি চাকুরি ও বিদেশে পাঠানোর নাম করে প্রায় অর্দ্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ঐ ভুক্তভুগিদের মধ্যে নওগাঁ সদরের দেবীপুর গ্রামের মৃত- আব্দুল রহমানের ছেলে, মোঃ সিরাজুল ইসলাম নওগাঁ ১নং আমলী আদালতে অর্থ আত্মসাৎতের মামলা করেন। মামলার বিবরনে জানা যায় সিরাজুল ইসলামকে উক্ত প্রতারক বিদেশে পাঠানোর নাম করে গত ০১/০৬/২০১০ ইং তারিখে ২ লক্ষ ৫ হাজার ও ০১/০৭/২০১০ ইং তারিখে ২ লক্ষ ৫ হাজার চেকের মাধ্যমে দুই দফায় ৪ লক্ষ ১০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ঐ প্রতারক সিরাজুল ইসলামকে বিদেশে না পাঠিয়ে তাল বাহনা শুরু করে। অবশেষে সিরাজুল ইসলাম ঐ প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত প্রতারক আনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সরেজমিনে তদন- করে জানাযায়, উক্ত প্রতারক আনোয়ার হোসেন সরকারি কর্মচারী। সে বর্তমানে প্রধান মন্ত্রীর কার্যালয়, ঢাকায় এস, এস, এফ (সিভিল) জুনিয়র ড্রাইভার হিসাবে কর্মরত আছেন। আর এই সুবাদে তার দপ্তরের বড় বড় সরকারী কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে তার নিজ এলাকার প্রায় ৫০টি পরিবারের কাছ থেকে অর্দ্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জানা যায়, বিদেশে পাঠানোর প্রলোভন দিয়ে বগুড়া আদমদিঘী থানাধীন সানদিরা গ্রামের (দক্ষিণ উপজেলা পাড়া) মোঃ আব্দুস ছালাম, মোঃ মাধব, মোঃ মিলন হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন ও নশরতপুর এলাকার লক্ষিপুর গ্রামের আব্দুস ছামাদ প্রামানিকের ছেলে, মোঃ আব্দুল মান্নানের নিকট এফিডেভিটের মাধ্যমে ৫ লক্ষ ১০ হাজার টাকা, বশিপুর গ্রামের খোকা হোসেনের ছেলে মোঃ লিটন হোসেন কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করে। এবং নওগাঁ সদরের নিন্দুইল গ্রামের আমির উদ্দীনের ছেলে মোঃ আক্তার হোসেনের কাছ থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বিদেশে পাঠাতে না পারলে উক্ত টাকার জন্য আক্তার হোসেন ঐ প্রতারক আনোয়ারের কাছ থেকে টাকা ফেরত চাইলে আনোয়ার হোসেন নওগাঁ কৃষিব্যাংক শাখার ১ লক্ষা ৪০ হাজার টাকা ও বগুড়া সোনালী ব্যাংক শাখার ১ লক্ষ ৮০ হাজার টাকা সর্ব মোট ৩ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করেন। কিন’ ঐ চেক সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে কোন টাকা পাওয়া যায়নি। এছাড়া নওগাঁ শহরস’ চকবাড়িয়া মহল্লার মোঃ মুকুল হোসেনর ছেলে মোঃ জাকির হোসেনকে ইতালিতে পাঠানোর নাম করে ২০০৯ সালে ৮ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া নওগাঁ সদরের পৌরসভাধীন ভবানিপুর গ্রামের মোঃ লিটনের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার ও তার চাচাত ভাই মোঃ সুজনের কাছ থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা গ্রহন করে এবং শেখপুড়া মৌজার ভড়িয়া পাড়া এলাকার শমসের এর ছেলে মনজুর কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা , পার নওগাঁ আবুলের ছেলে লেবুর কাছ থেকে একই কায়দায় ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং মঙ্গলপুর গ্রামের আব্দুর রশিদ ও মান্নানের কাছ থেকে ৬ লক্ষ এবং রাণীনগরের আবাদপুকুর এলাকার গুয়াতা গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে বিপ্লব এর নিকট থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করে। উল্লেখ্য ঐ প্রতারকের বিরুদ্ধে ১৩/১০/২০১১ ইং তারিখে মোঃ আজাহারুল ইসলাম, পিতা-মৃত- মতিউর রহমান, সাং-পার-নওগাঁ, মোঃ শাহিন হোসেন, পিতা মোঃ ইসমাইল সরদার, মোঃ সফিউর রহমান, পিতা মৃত- সামছুর রহমান মোল্লা, উভয়ের সাং- চকরামপুর, মোঃ আজিজুর রহমান, পিতা মৃত- ঝাল মোহাম্মদ, সং- বৈলশিং থানা মান্দা, সর্ব জেলাঃ নওগাঁ যৌথ ভাবে ১০ লক্ষা ৪০ হাজার টাকা পাওনার দাবি করে প্রধান মন্ত্রীর দপ্তরে একটি অভিযোগ করেন যার পত্র প্রাপ্তি স্মারক নং- ১০১৬৩। এছাড়া আরো অনেকের কাছে ঐ প্রতারক বিভিন্ন লোভ ও টোপ দিয়ে প্রচুর টাকা গ্রহণ করেছে। ইতি পূর্বে ঐ কর্মচারীর বিরুদ্ধে কয়েক দফা অভিযোগ করে ও কোন ফল হয়নি বলে ভুক্তভোগিরা এই প্রতিবেদকে জানান। এবং ঐ প্রতারক দাপটের সঙ্গে চাকুরী করছেন ও তার নিজস্ব ক্যাডার বাহিনী আছে বলে জানা যায়। এ বিষয়ে আনোয়ার হোসেনের সঙ্গে কথা বললে তিনি অভিযোগের সত্যতা আংশিক স্বীকার করেন। বর্তমানে উক্ত পাওনাদারেরা টাকার জন্য ঐ প্রতারকের কাছে বার বার তাগিদ দিয়ে ও টাকা পাচ্ছেনা বরং উল্টা দিকে ঐ প্রতারক ভুক্তভোগিদের মামলা ও বিভিন্ন ভয় ভিতী প্রর্দশন করছেন বলে জানা গেছে। ভূক্তভোগিরা টাকা না পেয়ে অসহায় মানবেতর জীবন যাপন করছেন তারা এ বিষয়ে সু-বিচারের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর আশু হস’ক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …