20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপরের ভান্ডারিয়ায় ঘর সংলগ্ন ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

পিরোজপরের ভান্ডারিয়ায় ঘর সংলগ্ন ফলজ গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষ

পিরোজপুর প্রতিনিধি: বুধবার সকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চড়াইল গ্রামের জে এল ২৮ খতিয়ান নং-১৭১,  ২২০,২২১, নং দাগের মৃত হাসেম হাওলাদারের ছেলে মন্নান হাওলাদারের বসত ঘরের পাশ থেকে প্রতিপক্ষ একই এলাকার মৃত সহিদুল মোল্লার ছেলে শাহীন গং নারিকেল,সুপারি,কলাগাছ সহ বেশ কিছু ছোট,মাঝারি,বড় সাইজের ফলজ গাছ কেটে ফেলে রেখে যায়। এ ঘটনায় ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেন বলে অত্র এলাকার সমাজসেবক আঃখালেক মোল্লা জানান। ঘটনার বিবরনে প্রকাশ  জে এল ২৮-১৭১ খতিয়ানের,২২০, ২২১, নং দাগ থেকে স’ানীয় মাপের ১কাঠা(৩শতাংশ) জমি মন্নান হাওলাদার ১১ হাজার টাকায় ক্রয় করে । কিন’ মিউটেশন করতে না পেরে দাতাকে রেজিস্ট্রি করে না দিতে পারায় একটি রেফে চুক্তিপত্র করে রাখে। সে অনুযায়ী মন্নান হাওলাদার উক্ত জমিতে ফলজ গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগ দখল করে আসছিলো। হঠাৎ করে বুধবার সকালে এবং আগেরদিন রোববার ও একই ভাবে ফলজ গাছকেটে ফেলে এবং মাটি চষে ফেলে এঘটনায় মন্নান হাওলাদার ভান্ডারিয়া থানা পুলিশ কে খবর দিলে তারা ঘটনা স’ল পরিদর্শন করে। এ বিষয়ে মোঃ শাহীনের ০১৭১৬২২৬৭৬৩ নম্বরের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটও জমি বিক্রয়ের ঘটনার সত্বতা স্বিকার করে বলেন আমাদের জমি টাকা আমাদের না দিয়ে আঃখালেক মোল্লার কাছে থাকবে কেন? এ দিকে আঃখালেক মোল্লা জানান এর আগেও তাদের ওয়ারিশি সম্পত্তির বেচাকেনার মধ্যস-তা করেছি কিন’ তাদের আজ পর্যন- রেজিস্ট্রি দিতে না পারায় টাকা আমার কাছে জমা আছে যে কোন সময় চাইলেই দিতে পারব। তবে তাদের(শাহিনগং) এক জনের বসত ঘরের পাশ থেকে ফলজ গাছ কাটা ঠিক হয়নি।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …