7 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে কৃষক মাঠ দিবস পালিত

নওগাঁর ধামইরহাটে কৃষক মাঠ দিবস পালিত

এনবিএন ডেক্স:  নওগাঁর ধামইরহাটে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় লাইন প্রকল্পের আওতায় উপজেলার আড়ানগর কৃষি বল্‌ক এর উদ্যোগে চাষী আবুল কালাম আজাদের জমিতে চুনযুক্ত রাসায়নিক সার প্রয়োগ করে হেক্টর প্রতি ১শত ৫১ মণ বিরি-৪৯ রোপা আমন উৎপাদন করে। পাশাপাশি চুন ছাড়া হেক্টর প্রতি ৯৫ মণ ধান উৎপাদন হয়। শস্য সংরক্ষণ ও মাড়াই করণের সময় উপসি’ত ছিলেন জেলা উপ-পরিচালক কৃষি সমপ্রসারণ কর্মকর্তা আব্বাস আলী,কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবু রাশেদ,উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা আপেল কাওসার প্রমুখ।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …