পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে এক প্রবাসীর বসতবাড়ী অবৈধ ভাবে দখল করে ভবন নির্মান করেছে এক শাসকদলীয় প্রভাবশালী। থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায় উপজেলার পাড়েরহাট পুলিশ ফারির নিকটবর্তি উমেদপুর গ্রামের কুয়েত প্রবাসী শহিদুল ইসলামের ক্রয়কৃত বসত ঘর গত বৃহস্পতিবার গভীরাতে টেংড়াখালী গ্রামের শাসকদলীয় স’ানীয় নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে ৪০/৫০ জন লোক নিয়ে প্রবাসির ঘর ভেঙ্গে লুটতরাজ করে ৭০ হাজার টাকার মালামাল নিয়ে যায় এবং জমি দখল করে পাকা ভবন নির্মান করেন। এছাড়া গাছপালা কেটে তছনছ করে দেয়। পরের দিন সকালে খবর পেয়ে শহিদুল ইসলাম পুলিশ নিয়ে বাধা দিলে পুলিশের সামনেই ঐ নেতা প্রবাসিকে হত্যার হুমকি দেয়। অনুপায় হয়ে শহিদুল ইসলাম উপজেলার ইন্দুরকানী থানায় অনধিকার প্রবেশসহ লুট পাটের অভিযোগ এনে আলতাফ হোসেন সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ ধরছেনা বলে বাদি শহিদুল ইসলাম অভিযোগ করেন। এ বিষয়ে টেংড়াখালী ওয়াডের ইউপি সদস্য কামরুল ইসলাম জানান আমার পিতা শহিদুল ইসলামের কাছে জমি বিক্রি করেছে যাহা যবর দখল করে আমার চাচা আলতাফ হোসেন ভবন নির্মান করেছেন। ঐ ইউনিয়নের চেয়ারম্যান শাহআলম ঘটনার সত্যতা স্বিকার করেছেন। অভিযুক্ত আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন তার বিরুদ্ধে দেওয়া অভিযোগ অস্বিকার করে বলেন আমি আমার জমিতে একটি বারান্দা নির্মান করেছি। কেহর জমি দখল করিনি।
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে প্রবাসীর জমি দখল করে ভবন নির্মান, বাড়ীঘর লুট হত্যার হুমকি দিয়েছে এক প্রভাবশালী
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …