পিরোজপুর প্রতিনিধি: চাকুরী প্রলোভনে টাকা নিয়ে ফেরত না দেওয়া জিয়ানগরে যুবলীগ নেতার চোখ উৎপাটনের চেষ্টা। গুরুকর আহত যুবলীগ নেতা কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। প্রত্যাক্ষ্য দর্শী ও এলাকাবাসি সূত্রে জানাযায় রোবার বিকেলে উপজেলা বালিপড়া বাজারে মোস-াফিজুর রহমান মীর নামের এক যুবক বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নাসির উদ্দিন সেপাই চাকুরী দেওয়া কথা বলে টাকানিয়ে, টাকা ফেরত না দিয়ে টাকা দিতে অস্বিকার করায় তাকে প্রকাশ্যে বেধম মারধর করে চোখ উৎপাটন করার চেষ্টা চালায়। তাতে যুবলীগ নেতা গুরুতর আহত হয়। পরে এলাকাবসি ছুটে আসলে মোস-াফিজু রহমান মীর তাকে ছেড়ে দেয়। যুবলীগ নেতার সজনরা তাকে প্রথমে জিয়ানগর স্বাস’্য কম্প্লেক্সে নিয়ে আসে। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবলীগ নেতার সাথে কথা বলতে চাইলে তার স্ত্রী পাপিয়া সুলতানা মোবাইল ফোনটি রিসিভ করে জানান তার স্বামী অসুস’ ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন। তিনি জানান মোস-াফিজুর রহমানের নেতৃত্বে ৫জন সন্ত্রাসী আমার স্বামীকে হত্যাকরার জন্য তার ডান চোখে আঘাত করেছে এবং পিটিয়ে রক্তাক্ত করে দিয়েছে। তাকে চাকুরী প্রলোভনে টাকা নেওয়া কথা জিজ্ঞেস করলে তিনি অস্বীকার করেন এবং বলেন জামায়াত শিবিরের লোকজন আমার স্বামীকে হাত্যা করার উদ্দেশ্য আমার স্বামীর উপর হামলা চালায়। এ বিষয় মোস-াফিুজুর রহমান ও এলাকাবিস জানান এক বছর আগে যুবলীগ নেতা নাসির সেপাই তার কাছ থেকে চাকুরী দেওয়া প্রলোভনে আড়াইলক্ষ টাকা নেয়। পরে টাকা ফেরত না দিয়ে একটি চেক হস-ান-র করে এবং চেক হস-ান-র করেই চেক হারানোর অভিযোগে থানায় লিখিত অভিযোগ করে। মোস-াফিজ এ ব্যাপারে স’ানীয় ও দলীয় বিভিন্ন স’ানে অভিযোগ দিলেও কোন সুরাহা পায় নি বলে মোস-াফিজ জানায়। এ ঘটনা নিয়ে বালিপাড়া এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলা ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক জানান এখন মামলা হয়নি তবে পরিসি-তি নিয়ন্ত্রনে রয়েছে।
Home / সারাদেশ / বরিশাল / চাকুরীর প্রলোভনে টাকা নেওয়ার অভিযোগ জিয়ানগরে যুবলীগ নেতার চোখ উৎপাটনের চেষ্টা
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …