এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে আফাজ(৩৫) নামের এক রোগীর মৃত নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। কেউ বলছে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সে মারা গেছে, আবার কেউ বলছে সে সাভাবিক ভাবেই রোগে আক্্রান- হয়ে মারা গেছে।
জানাগেছে, উপজেলার বানিয়া পাড়া গ্রামের মৃত ভুরুল্লা সোনারের ছেলে আফাজ সোনার শুক্রবার রাতে প্রতি দিনের ন্যায় খাবার খেয়ে স্ত্রী-সন-ানদের নিয়ে ঘুমিয়ে পরে। এর পর ভোরে হঠাৎ করেই ঘুম থেকে জেগে ছট-ফট করতে থাকে। খুব সকালে বাড়ীর লোকজন ওই এলাকার বিলকৃষ্ণপুর গ্রামের পল্লী চিকিৎসক দোলনকে ডেকে নিয়ে আসে। মৃত আফাজের স্ত্রী রুবিয়া জানান, ডাক্তার দোলন এসে একটি স্যালাইন ও ২/৩ টি ইনজেকশন পুশ করে বাহীরে চলে যায়।্ এর কিছু পর তার স্বামী ছট-ফট করতে করতে মারা যায়। পক্ষান-রে পল্লী চিকিৎসক দোলনের সাথে মোবাইল ফোনে যোগা-যোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, আমি আফাজের কোন চিকিৎসা দেইনি। তার অবস’া বেগতিক দেখে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে চলে আসছি । পরে শুনি সে মারা গেছে। এছাড়াও টাকা দিয়ে বিষয়টি আপোষের কথা নাকচ করে ওই পল্লী চিকিৎসক স’ানীয় সাবেক মেম্বার ভোমর ও বর্তমান মেম্বার আব্দুল জলিলের সাথে যোগাযোগ করার জন্য সাংবাদিকদের জানান। তবে আফাজের কি সমস্যা বা রোগ ছিল এবং কি ইনজেকশান তাকে দেয়া হয়েছে এর কোন ব্যাবস’া পত্র না দিয়েই চিকিৎসক দোলন চলে যান বলে জানালেন আফাজের বড় ভাই মোজাফ্ফর । বিষযটি স’ানীয় ভাবে টাকা-পয়সা দিয়ে নিরসন করা হয়েছে বলে এলাকা বাসি জানান। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। এব্যপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাহবুব (তদন-) এর সাথে যোগা-যোগ করা হলে বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে তিনি সাংবাদিকদের জানান।#
আরও পড়ুন...
নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪
এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …