20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় ধানের বাজারে ধষ কৃষক হতাশাই

নওগাঁয় ধানের বাজারে ধষ কৃষক হতাশাই

এনবিএন ডেক্স: শস্য ভান্ডার হিসাবে খ্যাত নওগাঁয় ধানের বাজার পড়ে যাওয়ায় কৃষকেরা দূচিন্তাই রয়েছে। বোরো চাষ চাষ নিয়ে তারা উৎসাহ হারাছে। এমনি মত পোষন করেছেন এলাকার কৃষক সরদার আলতাফ হোসেন, আব্দুল লতিফ, ফয়জুল ইসলাম, মাসুদ রানা প্রমূর্খ। গত আমন মৌসুমে বাজারে নতুন ধান ৭শ থেকে ৭৫০টাকায় কৃষকেরা বিক্রি করেছিল। এখন সেই ধান বাজারে ৪৮০ থেকে ৫২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। এই বাজার দর থাকলে কৃষকদের লোকশান গুনতে হবে এবং কৃষকেরা হারিয়ে ফেলবে তাদের উৎসাহ। হঠাৎ সার, বীজ, কীটনাশক এর দাম বেড়ে গেলে কৃষক পাচ্ছেনা নায্য মূল্য। চাকরী জীবিরা বলছেন ধানের দাম কমলেও চালের দাম কমেনি। মূনাফাখোর ব্যবসায়ীরা বাজার দর তাদের নিয়ন্ত্রণে রেখেছে বলেও অভিমত পোষন করেছেন ভুক্তভোগীরা। সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে,খুচরা বাজারে প্রতি কেজি চাল মোটা প্রকার ভেদে ২৮/৩০ টাকা, চিকন প্রকার ভেদে ৩৫/৩৭টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, মৌজুদ করা চালে প্রতিমন এখন দু শো থেকে আড়াইশ টাকা মন প্রতি লোকসান হচ্ছে । এ ছাড়া সরকার এখন চাল ব্যসায়ীদের প্রতি পক্ষ মনে করে ডলার দিয়ে চাল আমদানী করছে ফলে অনেক ব্যবসায়ী পথে বসতে চলেছে । কৃষকেরা ধানের দাম নায্যমূল্যে পাওয়ার জন্য সরকারের সু-দৃষ্টি কামনা করেছেন। এবিষয়ে নওগাঁ কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্বাস আলীর সঙ্গে কথা বললে তিনি জানান বর্তমানে নতুন ধান ওঠার কারনে বাজারে ধানের দাম কিছুটা কমেছে। পরবর্তীতৈ সরকারী পর্যায়ে ধান ক্রয় শুরু হলে ধানের দাম বারবে বলে আসা করা যাচ্ছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …