7 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে করলা কেজি ২

নওগাঁর ধামইরহাটে করলা কেজি ২

এনবিএন ডেক্স- তরকারীর বাজারে অসি’রতা কৃষকদের অসি’র করেছে। কখনও উচ্চ বাজার কখনও নিম্ন বাজার। কৃষকরা ভেবে পাচ্ছেনা তারা কি চাষ করলে লাভবান হবেন? গত ১৩ নভেম্বর রবিবার ধামইরহাট উপজেলার সদরের সাপ্তাহিক হাটে প্রতিকেজি করলা ২ টাকা, পটল, আড়াই টাকা, মুলা ১ টাকা, বেগুন ৪ টাকা, শাক ৫ টাকায় বিক্রি হয়েছে। তরকারী ও শাক সবজি চাষীরা দাম বেশী পেলে খুশি হন তেমনী নিম্নদরে হতাশ হন।  কৃষককুল অখুশী হলেও নজির বিহীন এই নিম্ন দরের ফলে সাধারন ক্রেতাারা বেজায় খুশী যেমন বিড়াল খুশী দুধ-ভাতে!

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …