27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই নওগাঁর মহাদেবপুরে পাগলা শেয়ালের কামড়ে পাঁচ জন জখম

হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই নওগাঁর মহাদেবপুরে পাগলা শেয়ালের কামড়ে পাঁচ জন জখম

এনবিএন ডেক্স: গত শুক্রবার দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুরে পাগলা শেয়ালের কামড়ে পাঁচ জন মারাত্মক আহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মগলিশপুর গ্রামের অছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৩৫) জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭ টার দিকে পাকা রাস-ার মোড়ে হৈচৈ শুনে তিনি মোড়ের দিকে গেলে একটি শেয়াল পাকা সড়কের উপর অতর্কিতে তাকে আক্রমন করে। তিনি রাস-ায় পড়ে গেলে শেয়ালটি তার গাল, হাত ও পায়ে কামড়ে ধরে। তিনি নিজেকে বাঁচানোর জন্য শেয়ালটির গলা চিপে ধরেন। পরে মোড়ের লোকজন এসে শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে। মোড়ের লোকজন জানান, এর আগে শেয়ালটি জনি-গ্রাম গ্রামের আজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (৩০) পায়ের হাটুতে, আব্দুল করিমের ছেলে মেহেদী হাসানের (১৮) পায়ের গোড়ালীতে, তেলিহার গ্রামের মৃত সাধন ওড়াও এর ছেলে চন্দ্র ওড়াওয়ের (৩৫)  হাতে এবং সারতা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে বাবুর দুই হাতে কামড়ে দেয়। এতে তারা মারাত্মক জখম হয়। তাদের সকলকে রাতেই উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উপজেলা স্বাস’্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আখতারুজ্জামান আলাল জানান, শেয়ালটি সম্ভবত পাগলা ছিল। তিনি জানান, উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে জলাতংকের ভ্যাকসিন না থাকায় তাদের শুধু প্রাথমিক চিকিৎসা দিয়ে বাজার থেকে ভ্যাকসিন কিনে পুশ করার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে শেয়ালের কামড়ে আহত গরীব কৃষকেরা চরা দামের ভ্যাকসিন কিনতে না পেরে আহত অবস’ায় বিনা চিকিৎসায় নিজ নিজ বাড়ীতে শুয়ে কাটাচ্ছেন। বিষয়টি এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। #

আরও পড়ুন...

নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪

এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …