সিরাজগঞ্জ প্রতিনিধি : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এমপি বলেছেন, এ সরকারের সাফল্যে ঈর্ষানীত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনগনকে সাথে নিয়ে সরকার সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশবাসীর ভাগ্যোন্নয়নে কাজ করবে। তিনি বলেন, সিরাজগঞ্জে সরকার ব্যাপক উন্নয়ন কাজ বাস-বায়ন করছে। এ সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে যুগান-কারী পদক্ষেপ নেয়া হয়েছে। নারী শিক্ষা সমপ্রসারনের জন্যে সরকার কাজ করছে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। জনগনের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর পৌনে তিন বছরে দেশে উল্লেখযোগ্য উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। তিনি গতকাল দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রী কলেজের নব নির্মিত দুটি একাডেমিক ভবনের উদ্ধোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদান কালে এসব কথা বলেন। বেলকুচির বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকারের এবং আলহাজ্ব আব্দুস ছালাম ফকিরের আর্থিক সহায়তায় দুই কোটি ৪০ লাখ টাকায় দুটি পৃথক ত্রিতল ভবন নির্মান করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সরকারী প্রচেষ্ঠার পাশাপাশি বেসরকারী উদ্যোগে উন্নয়ন কাজ হলে দেশ আরো সম্পৃদ্ধ হবে। কলেজের অধ্যক্ষ একেএম সামচুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশরফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজী আব্দূল হামিদ আকন্দ, পৌর মেয়র আলহাজ্ব মফিজ উদ্দিন খান লাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ আব্দুস ছালাম, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব গাজী সাইদুর রহমান, এ্যাড. কামরুল ইসলাম শান-া, জাপার নেতা এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …