22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / সমকালের সংবাদ প্রকাশের পর জিয়ানগর সেতুর টোল আদায় বন্ধ

সমকালের সংবাদ প্রকাশের পর জিয়ানগর সেতুর টোল আদায় বন্ধ

পিরোজপুর প্রতিনিধি: দৈনিক সমকালে সংবাদ প্রকাশের পর জিয়ানগর সেতুতে অবৈধভাবে টোল আদায় বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গত ৫ নভেম্বর সমকালে ”আগেসভাগে জিয়ানগর সেতুর টোল আদায়” শিরোনামে সংবাদটি প্রকাশ হওয়ার ৫ দিন পর জিয়ানগর সেতুর অবৈধভাবে টোল আদায় বন্ধ করে দিয়েছে ফেরির ইজারাদার। এবং ওই সেতুর সংযোগ সড়কের টং ঘর উঠিয়ে দিয়ে সেতু নির্মানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান ওই সড়কে বেড়া দিয়ে সড়কটি আটকে দিয়েছে।শনিবার সকালে দেখা যায় আটকে দেওয়া সড়কটি দিয়ে বেড়া ভেঙ্গে ঝুকি নিয়ে দুই মোটরসাইকেল আরোহী সাইকেল টি পার করছে। উল্লেখ্য ঐ সেতুটির কাজ এখনও নির্মন কাজ শেষ হয়নি।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …