পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি পরিবারের বিরুদ্ধে গাজাঁ বিক্রীসহ অনৈতিক কাজের অভিযোগে পাওয়া গেছে। অভিযোগে জানাযায়, সদর ৫নং মঠবাড়িয়া ইউনিয়নের উত্তর মিঠাখালী (মাঝেরপুল) গ্রামের মৃতঃ হালিম হাওলাদারের স্ত্রী ফরিদা বেগম ও তার দুই মেয়ে স্বামী পরিত্যাক্তা ককিলা বেগম, বেল্লা বেগমসহ ভাড়াটিয়া মেয়ে নিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় গাজাঁ ও দেহ ব্যবসা চালিয়ে আসছে। প্রায় প্রতিরাতেই ফরিদা বেগমের ঘরটিতে চলে অনৈতিক কার্যকলাপ। এলাকাবাসী অভিযোগ করেন, ওই পরিবারটির কারনে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুরো এলাকা কলুষিত হচ্ছে। এছাড়াও আরো অভিযোগ রয়েছে ওই এলাকার কিছু প্রভাবশালী মহল তাদের প্রশ্রয় দিচ্ছে ও ফারুক নামে এক যুবক ওই পরিবারটির দালালী করছে। ওই পরিবারটির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ফরিদা ও তার মেয়েদের দ্বারা প্রায় ২০ জন মিথ্যা মামলার শিকার হয়েছে। বর্তমানে ৫/৬টি মামলা বিচারাধীন আছে। তাই ওই পরিবারটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। এ ব্যাপারে মঠবাড়িয়ার ইউপি চেয়ারম্যান এবি এম ফারুক হাসান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, নারীরা আমাদের মায়ের জাত। আমরা সবাই নারীদেরকে শ্রদ্ধা, সম্মান, স্নেহ, ভালবাসি। কিন’ ওই পরিবারটির কারনে এলাকা কলুষিত হচ্ছে। আমরা স’ানীয় ভাবে ওই পরিবারটিকে অনেকবার সংশোধনের চেষ্টা করেও ব্যর্থ হই।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …