এনবিএন ডেক্স: গত রবিবার ভোরে নওগাঁর রাণীনগর রেল-ষ্টেশনে ওভার ব্রীজের ধাক্কা খেয়ে হারুন (২৮) নামের ট্রেনযাত্রী এক যুবক নিহত হয়েছে। স’ানীয় সূত্রে জানা গেছে, ঐ দিন সকালে রাণীনগর রেল-ষ্টেশনের উত্তর পার্শে লাইনের উপর অজ্ঞাতনামা এক যুবকের লাশ দেখতে পেয়ে লাশ টি ষ্টেসন মাস্টার উদ্ধার করে তার হেফাজতে রাখে। ঈদ করার জন্য সে ঢাকা থেকে ঈদ স্পেশাল ট্রেন যোগে বাড়ি ফিরছিল। এসময় ট্রেনের ছাদে চরে আসার সময় তার অজানেত্ম রাণীনগর ওভার ব্রীজের ধাক্কা খেয়ে পরে মারা যায়। এরপর নিহত যুবকের মোবাইল ফোন থেকে তার বাড়িতে খবর দেয়া হলে বেলা অনুমান ১১ টায় তার পরিবারের লোকজন এসে লাশটি নিয়ে যায়। পারিবারিক সূত্র জানায়, নিহত হারুন নারায়ণগঞ্জ একটি গার্মেন্টসে চাকুরি করত। সে গাইবান্দা জেলার পলাশবাড়ি উপজেলার জবরজানি গ্রামের বাবু মিয়ার ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …