26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে বেসরকারী শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই বেতন পেল

জিয়ানগরে বেসরকারী শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই বেতন পেল

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের ৩৫০ জন বেসরকারী শিক্ষক কর্মচারীরা ঈদের আগেই বেতন ও উৎসব ভাতা পেল। এ উপজেলায় ৩ টি কলেজ, ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩ টি এমপিও ভুক্ত বেসরকারী মাদরাসায় প্রায় ৩৫০ জন শিক্ষক কর্মচারী ঈদের আগে তাদের অক্টোবর মাসের বেতন নিয়ে শংকায় ছিল। মঙ্গলবার জিয়ানগর রুপালী ব্যংক শাখা তাদের বেতনের খবর দিলে শিক্ষক কর্মচারীরা তারা বিল জমাদিয়ে কেতন তুলে নিয়ে ঈদের খরচ চালাতে আর কোন বাধা রইলনা। বুধবার এ উপজেলার শিক্ষক কর্মচারীদের বেতন নিতে রুপালী ব্যংকে ভির দেখা যায়।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …