7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে মৎস্য চাষ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাটে মৎস্য চাষ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

এনবিএন ডেক্স:- নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সমপ্রসারন প্রকল্পের আওতায় আর,ডি এবং এফ এফ দের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠানের সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন।  প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ মাছে ভাতে বাঙ্গালী প্রবাদকে উজ্জিবিত রাখতে মৎস্য চাষের  বিকল্প নেই্‌ তাই আমাদের অন্যান্য চাষাবাদের  পাশাপাশি মৎস্য চাষেও এগিয়ে আসতে হবে।” এর আগে সকাল ১০ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মকছেদ আলী প্রামানিক উপসি’ত মৎস্যচাষী ও আর,ডি এবং এফএফ দের মাছ চাষে বিভিন্ন বিষয়ে প্রশিড়্গন প্রদান করেন। সবশেষে কার্প মিশ্রচাষ ফলাফল খামার এর আড়ানগর ইউপির মৎস্য চাষী মোঃ সোহেল আরমান ও উমার ইউপির আবু বক্কর সিদ্দিককে মৎস্যচাষের উপকরন এক বসত্মা চুন এবং এক বসত্মা ফিড প্রদান করেন উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন। সমপ্রতি ধামইরহাট এলাকার প্রায় সব গ্রামেই মৎস্যচাষ দিগুন হারে বাড়ছে। যার ফলে ধামইরহাট থেকে বিভিন্ন প্রজাতির মাছ প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে রফতানি করা হচ্ছে। পাশাপাশি উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিক মৎস্যচাষে সকলকে উদ্বুদ্ধ করতে প্রতিটি ইউনিয়নে সভা, সেমিনার ও প্রশিক্ষনের ব্যবস’া করেছেন। আমিষের অভাব দূর করতে ও মাছ চাষ করে সংসারের বাড়তি আয়ের যোগান দিতে সকলকেই   মৎস্য চাষকে প্রাধান্য দিতে অনুরোধ জানান।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …