পিরোজপুর প্রতিনিধি: স্বরূপকাঠিতে বাল্য বিবাহ দেয়ার অয়োজনের দায়ে বর এক সন-ানের জনক মোঃ মেহেদি হাসান (৩২)কে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড, কনের মা মমতাজ বেগম (৪৫) ও ঘটক আব্দুল হককে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমানের পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত ঔই সাজা দেন। মামলার বিবরনে জানা গেছে, উপজেলার ভরতকাঠি গ্রামের মৃত হায়দার ফকিরের কন্যা নুপুর আক্তারের (১৩)সাথে নলছিটি উপজেলার মামুন সিকদারের ছেলে ১ সন-ানের জনক মেহেদির সাথে ঘটক আব্দুল হক ও মেয়ের মা মমতাজ বেগমের সহয়তায় বাল্য বিবাহের প্রস’তি চলছিল। বিষয়টি এলাকাবাসি টের পেয়ে পাটিকেল বাড়ি পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশের এসআই আব্দুল মালেক তাদের আটক করে ঐ ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ঐ সাজা দেন।
Home / সারাদেশ / বরিশাল / স্বরূপকাঠিতে বাল্য বিবাহ আয়োজনের দায়ে বরের ১ মাসের জেল মেয়ের মা ও ঘটকের জরিমানা
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …