22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / সাঈদীর মাতার ইনে-কাল বিভিন্ন মহলের শোক

সাঈদীর মাতার ইনে-কাল বিভিন্ন মহলের শোক

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির বিচারাধীন যুদ্ধাপরাধ মামলায় আটক মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মাতা মহীয়সি নারী গুলনাহার বেগম (৯৬) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় অবস’ান রত তার ছোট ছেলে কবির হেসেন সাঈদীর বাসায় ইনে-কাল করেন। (ইন্না—–রাজিউন) মৃত কালে তিনি তিন ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । তার বড় ছেলে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মেজ ছেলে মোস-ফা আহসান সাঈদী ও ছোট ছেলে কবির হোসেন সাঈদী। পারিবারিক সুত্রে জানা যায় তার প্রথম জানাজার নামাজ শুক্রবার জুময়া বাদ ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে তার লাশ বিকেলে তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলা উদ্দেশ্যে রওয়া হবে। শনিবার সকালে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন মাঠে ২য় জানাজা অনুষ্টিত হবে। বেলা ১১.০০ টা তার নিজ উপজেলা জিয়ানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩য় জানাজা অনুষ্ঠিত হবে। শেষ জানাজা জোহর নামজ বাদ তার বাড়ির সামনে এসডি মদিনাতুল উলুম দাখিল মাদ্রসার মাঠে অনুষ্টিত হওয়ার পর ঐ দিন পারিবারিক কবর স’ানে দাফন করা হবে। তার মৃতুতে জিয়ানগর বাসি একজন সৎ নিষ্ঠা ও ধর্ম প্রান নারী কে হারাল। তার মৃতুতে গভির শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বি,এনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। উপজেলা চেয়াম্যান ইকরামুল কবির মজনু, মহিরা ভাইস চেয়াম্যন সাহিদা বেগম, জিয়ানগর বালিপড়া ইউপি চেয়াম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন, পাড়েরহাট ইউপি চেয়াম্যন শাহ আলম, উপজেলা বিএন পি সভাপতি  আঃ লতিফ হাওলাদার, সাধারন সম্পাদক ফাইজুল কবির, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক অধ্যাক্ষ ইউনুস, সদস্য সচিব এম,এ সগির প্রমুখ।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …