22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে ফেনসিডিল সহ দু’যুবক আটক

পিরোজপুরে ফেনসিডিল সহ দু’যুবক আটক

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর গেয়েন্দা পুলিশের একটি দল গতকাল রবিবার সকালে খুলনা-বাগেরহাট সড়কের পিরোজপুরের বলেশ্বর ব্রিজ এলাকা থেকে ৩৪ বেতল ফেনসিডিল সহ তবিবুর ও সুজন নামে দু’জনকে আটক করছে। আটক তবিবুরের বাড়ি যশোরের শার্শা উপজেলায় আর সুজনের বাড়ি নাড়াইলের লোহাগড়া উপজেলায়। পিরোজপুরের ভ্রাম্যমান আদালতের বিচারক আশাফুর রহমান আটক তবিবুর ও সুজনকে ১বছরের কারদন্ড ৫হাজার টাকা জরিমান দেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …