25 Chaitro 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে উদীচীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন

পিরোজপুরে উদীচীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকি পালন

পিরোজপুর প্রতিনিধি:“মুক্তিযুদ্ধের চেতনা, সামপ্রদায়িক রাস্ট্র না” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি পিরোজপুর জেলা সংসদ ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকি পালন করেন। শনিবার সন্ধ্যায় স’ানীয় টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে ৪৩ মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদীচী প্রবীন-নবীন সদস্য ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ। এ সময় বর্নিল হয়ে ওঠে আতশবাজির আলোয়। জেলা উদীচীর সভাপতি এমএ মান্নানএর সভাপতিত্বে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আতিকুর রহমান, আঃ জলিল আকন, মিনারা মাহাবুব, অ্যাডভোকেট আকরাম হোসেন, আলী আহমেদ খান মিলু, কানাই লাল বিশ্বাস, ফয়সাল মাহাবুব শুভ প্রমুখ। পরে মুক্তিযুদ্ধোর গান ও নাচ নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পিরোজপুর উদীচীর ভাই-বোনেরা।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …