পিরোজপুর প্রতিনিধি: বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়ক ও স্বরূপকাঠি-কাউখালী-পিরোজপুর সড়কের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাঙা-চোড়া রাস্তার পাশাপাশি দুর্ভোগ বেড়েছে ফেরি পারাপারে। জোড়াতালি দেযা দুটি প্রায় অকেজো ফেরী দিয়ে চলছে ফেরী সার্ভিস। ওই দু’টি সড়কের কাউখালী উপজেলায রয়েছে ২টি ফেরি সার্ভিস। বেকুটিয়ার সন্ধ্যা নদীতে এবং আমড়াজুরির সুগন্ধা (গাবখান চ্যানেলের পশ্চিম মুখে) দু’টি ফেরি রয়েছে। ব্যাস্ততম ওই সড়কের দু’টি নদীতে একটি করে ফেরি দিয়ে চলছে পারাপার। যান্ত্রিক ত্রুটির কারনে প্রায়ই বন্ধ হয়েযায় চলাচল। ঘন্টার পর ঘন্টা ফেরীতে বা দু’তীরে অপেক্ষা করতে হয় হাজার হাজার যাত্রীদের। মুসলিম ধর্মালম্বীদের ঈদুল আজহার দিন ঘনিয়ে এলেও ব্যপক চাপ সামাল দেয়ার জন্য নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। এ ব্যাপারে বহুবার পত্রপত্রিকায় লেখালেখি হলেও কর্তৃপক্ষের টনক নড়ছে না। জানাযায়, বেকুটিয়া ও আমড়াজুরি ঘাটে একাধিক ফেরী বাধা থাকলেও দুইঘাটে মাত্র দু’টিফেরী নাম মাত্র চালু রয়েছে। ঈদুল আজহার ছুটিতে কাউখালীসহ দক্ষিণাঞ্চলের জেলা উপজেলা এবং গ্রাম-গঞ্জে প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বানের মতো ছুটবেন আর কিছুদিনের মধ্যে। আর এসব ঘরমুখো মানুষ ঢাকা,খুলনা, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগ ও শহর থেকে উপকূলে পাড়ি জমাবেন সড়ক ও নৌপথে। কিন’ পিরোজপুর জেলায় সড়কপথে প্রবেশ এবং বাহির থেকে অন-ত যে ২টি ফেরি সার্ভিস রয়েছে, তা অত্যন- ত্রুটিপূর্ণ, পুরাতন। কখনো একটি আবার কখনো দুটি ইঞ্জিনের সাহায্যে চলা চল করলেও যান্ত্রিক ত্রুটির কারনে মাঝ নদীতে বন্ধ হয়ে ভাসতে হয় ঘন্টার পর ঘন্টা। ফলে বাসযাত্রীদের পড়তে হয় মহা বিপাকে ।উল্লেখ্য, বরিশাল-পিরোজপুর-খুলনা মহাসড়কের বেকুটিয়ার ফেরীঘাট অত্যান- ব্যস-তম ঘাট। বরিশাল থেকে পশ্চিমাঞ্চলের ১৮ টি রুটে যানবাহন চলাচল করে থাকে। অধাঘন্টা পর পর ফেরী চলাচল করে বলে ফেরী ঘাটের লোকজন জানান। ওইঘাটে আরও দুটি ফেরি থাকলেও দীর্ঘদিন সেগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। অযত্ন অবহেলায় পড়েথাকার ফলে ফেরী দুটি মরিচা ধরে ণষ্ট হয়ে গেছে। অন্যদিকে জেলার সাথে স্বরূপকাঠী ও কাউখালী উপজেলার যোগাযোগের একমাত্র সড়কের দুই উপজেলার মাঝখান দিয়ে প্রবাহিত সুগন্ধা নদীর ওপর আমরাঝুড়ি ফেরির অবস্থাও তথৈবচ ও শীর্ণকায়। যে কোন মুহূর্তে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে দু’পাড়ের যোগাযোগ বন্ধ হয়ে যাবে।
পিরোজপুর সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শামিম আহসান জানান, ফেরি দেখভালের দায়িত্ব বরিশাল ফেরি বিভাগের। ফেরির এ সমস্যা নিয়ে একাধিকবার তাদের চিঠি দেয়া হয়েছে, কিন’ কোন কাজ হয়নি। তিনি আরও জানান, বড় কোনো দুর্ঘটনা ঘটলে তবেই হয়তো তাদের টনক নড়বে।
Home / সারাদেশ / বরিশাল / যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীর বিশাল সন্ধ্যা ও সুগন্ধা নদীর দু’টি ফেরিঘাটে মাত্র দু’টি ফেরী
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …