22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জমিজমা ও নির্বাচনী বিরোধের জের জিয়ানগরে পল্লী চিকিৎসককে স্বপরিবারে হত্যার হুমকি

জমিজমা ও নির্বাচনী বিরোধের জের জিয়ানগরে পল্লী চিকিৎসককে স্বপরিবারে হত্যার হুমকি

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে জমি জমা ও নির্বাচনী বিরোধের জের ধরে এক পল্লী চিকিৎসককে স্বপরিবারে হত্যার হুমকি দিয়েছে প্রভাবশালী একটি চক্র। উপজেলার বালিপাড়া ইউনিয়নের খোলপটুয়া গ্রামের মনির হোসেন গত ইউপি নির্বাচনে মেম্বর পদে নির্বাচন করলে পল্লী চিকিৎসক মোঃ ফারুক হোসেন বিরোধিতা করায় ফারুককে তার স্বপরিবারে হত্যার হুমকি দিচ্ছে ওই প্রভাবশালী নেতা। এমনকি তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলাও নেয়নি বলে অভিযোগ করেন পল্লী চিকিৎসক মোঃ ফারুক হোসেন। দীর্ঘ দিন ধরে নির্বাচনী বিরোধের জের ধরে মনির হোসেনের নেতৃত্বে তার দলীয় ঈসা, জাকারিয়া, ইয়াহিয়া ও ফায়জুল্লাহ জোর পূর্বক ফারুক হোসেনের পৈতৃক সম্পত্তি দখল করে বিভিন্ন মৌসুমী ফসল নিয়ে যাচ্ছে। ওই চক্রটি ভূয়া কাগজ পত্র দেখিয়ে প্রায় ২ একর সম্পত্তি ভোগ দখল করতেছে। এ ব্যপারে মনির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায় নাই।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …