13 Falgun 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে গ্রেফতার আতংকে জামাত শিবির নেতা কর্মীরা

জিয়ানগরে গ্রেফতার আতংকে জামাত শিবির নেতা কর্মীরা

পিরোজপুর প্রতিনিধি: গত শনিবার  থেকে  জিয়ানগরে  গ্রেফতার আতংকে জামাত শিবির নেতা কর্মীরা জিয়ানগর থানা পুলিশ মরিয়া হইয়া উঠেছে। পুলিশের গ্রেফতারী এড়াতে উপজেলা  জামাত ও শিবিরসহ অনেক নেতাকর্মিরা আত্মগোপনে রয়েছেন। এ ব্যাপারে উপজেলা জামাত নেতা মোঃ আলতাফ হোসেন বুধবার সাংবাধিকদের মুঠো ফোনে জানান আমরা পিরোজপুর ১ আসনের সাবেক এম পি দেলোয়ার হোসেন সাইদীর মুক্তির দাবিতে খেয়াঘাট মসজিদের সামনে গত শনিবার সন্দায় এক প্রতিবাদ সভা করেছিলাম সেই কারনে আমাদের নেতা কর্মিদের প্রতি রাতে বাড়িতে যেয়ে পুলিশ  হয়রানি করে। এবং অনেক অভিযোগ এসেছে রাতে কোন নেতাকর্মিরা গ্রেফতারীর ভয়ের কারনে বাড়িতে থাকতেছেনা। আওয়ামী সরকার মুখে বলে গনতন্ত্র কাজে বাকশালী তন্ত্র। এরা মিথ্যা মামলা দিয়ে জামাত, শিবির নেতাদের হয়রানি করার পদ বেছে নিয়েছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …