পিরোজপুর প্রতিনিধি: চার দলীয় জোট সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি পিরোজপুর জেলার ইন্দুরকানী পুলিশ থানাকে উপজেলায় উন্নীত করন। ইন্দুরকানীর থানার নাম পরিবর্তন করে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামানুসারে ২০০২ সালে ২১শে এপ্রিল এ উপজেলার নামকরন করা হয় জিয়ানগর। তখন থেকে উপজেলা বাসী সকল প্রশাসনিক সুবিধা ভোগ করতে থাকে। নির্মিত হয় উপজেরা প্রশাসনিক ভবন, ডরমেটরি, ডাক বাংলো, অফিসার্স কোয়াটার, ইউনো কোয়াটার, উপজেলা চেয়ারম্যানের বাস ভবন। তেমনি জোট সরকারের শেষের দিকে ২০০৬ সালে উপজেলার ইন্দুরকানী বাজা সংলগ্ন ফেরিঘাটে এডিবির অর্থায়নে নির্মান করা হয় একটি তোরন। তোরনে লেখা হয় তখন কার সংসদ জামায়েতের কেন্দ্রিয় আমির মাওলানা দেলোয়ার হোসাই সাঈদী নাম যাহা “আল্লামা সাঈদী তোরন” নামে পরিচিত। কিন’ জোট সরকারে ক্ষমতা শেষ হওয়ার পর ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তোরনটি থেকে সাঈদীর নাম মুছে আবার লেখা হয় “উপজেলা পরিষদ জিয়ানগর” পরে আওয়ামীলীগ সরকার ক্ষমতা আসার পর ২০০৯ সালে আবারও তোরণটির নাম করন করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ হুমায়ুন কবির তোরণ। তোরণটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোবধন করেন সংসদ এ, কে, এম, আউয়াল। এই হুমায়ুন কবিরের বাড়ী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে। সে পিরোজপুর- ১ আসনের সংসদ এ, কে, এম, আউয়ালের বন্ধু এবং শংকর পাশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিকের ফুফাত ভাই। তোরণটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোবধন করেন সংসদ এ, কে, এম, আউয়াল। এখন তোরনটির শহীদ বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির নামে চলছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …