26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়া

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়া

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সংসদে বিরোধী দলীয় নেত্রী ও  বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন,আগামী সংসদ নির্বাচন  নিরপেড়্গ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে এবং সেই নির্বাচনে তাদেরও (ড়্গমতাসীন আওয়ামী লীগ) আসতে হবে।তিনি বলেন বর্তমান সরকার রোড মার্চকে ভয় পায়। সেই কারনে তারা পথে পথে বাঁধা দিচ্ছে। রোড মার্চের  পোষ্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে। এই সরকার নিজেদেরকে গণতান্ত্রিক বলে দাবি করে কিন’ তারা  গণতান্ত্রিক কর্মকান্ডে বাঁধার সৃষ্টি করে। এই সরকার স্বৈরাচারী সরকারের চেয়েও খারাপ। এই সরকার সর্ব ড়্গেত্রে ব্যর্থ হয়েছে। সব ক্ষেত্রে ব্যর্থ সরকারের ড়্গমতায় থাকার অধিকার নেই। তিনি বলেন আজ দেশের অবস্থা ভালো  নয়, দেশের মানুষ শানিত্মতে নেই। ১০টাকা দরে চাল খাওয়ানোর কথা বলে ড়্গমতায় আসলেও ১০ টাকা কেজি চাল খাওয়াতে পারেনি, কৃষককে সার দিতে পারেনি, ঘরে ঘরে চাকুরী দিতে না পারলেও চাকুরী থেকে ছাটাই অব্যাহত রেখেছে। দেশের কল কারখানা বন্ধ হচ্ছে। সরকার ব্যাংক থেকে টাকা নিয়ে দেশ চালাচ্ছে। গ্যাস দিতে পারছেন পানি দিতে পারছেনা। দেশের মানুষকে শানিত্ম দিতে পারছেনা সংসদ্যে বিরোধী দলীয় নেত্রী বলেন শেয়ার বাজার আজ ধংশ্বেও দারপ্রানেত্ম। সরকারী দলের লোকজন শেয়ার বাজারের টাকা লুটপাট করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা টেন্ডার বাজী ও চাঁদাবাজীতে লিপ্ত রয়েছে। এই সরকার ভারতের সাথে আঁতাত করে চট্টগ্রাম ও মংলা বন্ধর দিয়ে দেয়া হয়েছে। ফারাক্কার পানি আনতে ব্যর্থ হয়ে তিসত্মার চুক্তি করতে চেয়েছিল। সেই চুক্তিও করতে পারেনি। দেশের উত্তরাঞ্চল আজ মরম্ন ভুমিতে পরিনত হয়েছে। বেগম খালেদা জিয়া আরো বলেন, বিতর্কিত লোকজন দিয়ে যুদ্ধাপরাধের নামে  প্রহসনের বিচার করা হলে আনর্ত্মজাতিক ভাবে স্বীকৃতি পাবেনা। সরকার পুলিশ দিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের নির্যাতন চালাচ্ছে। এই জালেম সরকারকে হটানোর জন্য  তরম্নন প্রজন্মকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সিরাজগঞ্জের হাটিকুমরম্নল গোলচত্বরে উত্তরাঞ্চলের রোড মার্চের প্রথম পথ সভায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে বিশাল পথসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির দস্য নজরুল ইসলাম খাঁন, আব্দুল মঈন খাঁন, মির্জা আব্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা, আমান উলস্নাহ আমান, নাজিম উদ্দিন আলম, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এমপি,  স’ানীয় সংসদ সদস্য রম্নমানা মাহমুদসহ বিএনপির কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বেগম খালেদা জিয়া বেলা ৩টা ১৫ মিনিট থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত ২০ মিনিটের ভাষণ শেষ করে বগুড়া উদ্দ্যেশে যাত্রা করেন ।
রোড মার্চ উপলড়্গে যমুনা সেতুর পশ্চিম গোল চত্তর থেকে হাটিকুমরম্নল গোল চত্তর হয়ে চান্দাইকোনা পর্যনত্ম মহাসড়কের দু-পাশে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে, রং-বেরঙের ফেষ্টুন দিয়ে সাজানো হয়েছে। সকাল থেকেই বিরোধী দলীয় নেতা-কর্মীরা এবং কৃষক,শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাজ সাজ রবে দলে-দলে রোড মার্চের পথসভায় যোগ দিতে থাকে। বাস,ট্রাক, ভটভটি,রিকশা-সাইকেলে চড়ে এবং পায়ে হেটে উৎসবের আমেজে পথসভায় যোগদান করেন।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …