22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরে সর্তসাপেক্ষে পথসভা করার অনুমতি পেয়েছে বিএনপি

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বরে সর্তসাপেক্ষে পথসভা করার অনুমতি পেয়েছে বিএনপি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৮ অক্টোবর মঙ্গলবার চারদলীয় ঐক্যজোটের লংমার্চকে কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় সর্তসাপেক্ষে পথসভা করার অনুমতি পেয়েছে জেলা বিএনপি। গত ১৬ অক্টোবর জেলা বিএনপির পক্ষ  থেকে পথসভা করার বিষয়টি পুঃন বিবেচনা করার জন্য প্রশাসনের নিকট আবেদন করা হলে মঙ্গলবার রাতে শর্তসাপেক্ষে প্রশাসনের পক্ষ থেকে পথসভা করার অনুমোদন দেয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানাগেছে। উল্লেখ্য গত ১৩ অক্টোবর জেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের নিকট পথসভাসহ আইনশৃঙ্খলার নিরাপত্তা চাওয়া হলে গোলচত্ত্বর স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে লংমার্চের নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনার আশঙ্কায় আবেদনটি জেলা প্রশাসনের পক্ষ থেকে নাকচ করা হয়েছিল। অপর দিকে হাটিকুমরুলে পথসভাকে কেন্দ্র করে জেলা বিএনপির উদ্যোগে ইতোমধ্যেই সকল প্রস্থতি সম্পন্ন করা হয়েছে। যমুনা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীরা বেগম জিয়াকে  স্বাগত জানাবে। রোড মার্চ উপলক্ষে পুরো রাস্থায় বেনার ফেষ্টুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …