22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ৪ বছরে ও আদায় হয়নি জিয়ানগরে ঝুকি হ্রাস কর্মসূচীর ২২ লক্ষাধীক টাকার ২১ লক্ষ সুবিধা ভোগীদের পকেটে

৪ বছরে ও আদায় হয়নি জিয়ানগরে ঝুকি হ্রাস কর্মসূচীর ২২ লক্ষাধীক টাকার ২১ লক্ষ সুবিধা ভোগীদের পকেটে

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরের ঝুকি হ্রাস কর্মসূচীর ২২ লক্ষাধীক টাকার ২১ লক্ষ টাকাই ৪ বছর ধরে সূবিধা ভোগীদের পকেটে। টাকা আদায় না হওয়ায় টাকা গ্রহন কারী সুুবিধা ভোগীদের ১০% চক্রবৃদ্ধি হারে সুদ দিয়ে নোটিশ দেওয়ার সিদ্ধান-। জানা যায় ২০০৬ সালের জোট সরকারের আমলে ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ উপজেলার ৩টি ইউনিয়নে ৪ শতাধীক সুবিধা ভোগীদের মধ্যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রায় ২২ লক্ষ ২২ হাজার টাকা ঝুকি হ্রাস কর্মসূচীর আওতায় বিতরণ করা হয়। বিতরনের শর্ত ছিল ২৫% কমিশনে ১বছর পর সুবিধা ভোগীরা এই টাকা ইউনিয়ন পরিষদের সচিবের কাছে জমা দেবেন। কিন’ ৪ বছর পার হলেও পত্তশী ইউনিয়নের বিতরণ কৃত ৮ লক্ষ ১৪ হাজার টাকার মধ্যে মাত্র ৩২ হাজার টাকা আদায় হয়েছে। এছাড়া বালিপাড়া ইউনিয়নে ৮ লক্ষ ৮হাজার টাকার মধ্যে মাত্র ৩৭ হাজার টাকা আদায় হয়েছে। এবং পাড়েরহাট ইউনিয়নে ৬ লক্ষ টাকার মধ্যে কোন টাকাই আদায় হয় নাই। টাকা বিতরণে তৎকালীন ইউপি চেয়ারম্যান, মেম্বর ও তাদের দলীয় লোকদের বেশির ভাগ টাকা দেওয়ায় আদায় হচ্ছে না বলে অনেকেই জানান। পত্তাশী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ কাইয়ুম হোসেন জানান ঝুকি হ্রাস কর্মসুচির টাকা বকেয়া থাকায় টাকা আদায়ের জন্য জরুরী ভাবে সুবিধা ভোগীদের নোটিশ দেওয়ার ব্যবস’া করা হচ্ছে। তবে সুবিধা ভোগীদের ১০% চক্রবৃদ্ধি হারে সুদ দিতে হবে। পাড়েরহাট ইউ, পি চেয়ারম্যান শাহ- আলম জানান আমার ইউনিয়নে মোট ৬ লক্ষ টাকা বিতরণ কৃত রয়েছে। কোন টাকা আদায় হয়নি। উপজেলা পরিষদ থেকে নোটিশ দেওয়ার সিদ্ধান- দিলে আমরা ব্যবস’া গ্রহন করব।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …