পিরোজপুর প্রতিনিধি: সংস্কারের অভাব ও ড্রেন না থাকায় জিয়ানগরের প্রধান সড়কটি খানা খন্দকের কারনে যানবাহন ও পথচারীদের চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই হাটু জলে পরিনত হয় এই সড়কটি। ইন্দুরকানী ফেরী ঘাট হতে ইন্দুরকানী ডিগ্রী কলেজ পর্যন্ত সড়কের বিভিন্ন স’ান থেকে পাথর, সুরকি, ও বিটুমিন উঠে গিয়ে বড় বড় গর্তের রুপ নিয়েছে। ফলে দিন দিন জন দূর্ভোগ বাড়ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও ঠিকাদারদের নিম্নমানের কাজের ফলে এ অবস্থা হয়েছে বলে দাবী করছেন স্থানীয়রা। ব্যস্তম এ সড়কে জীবন ও দুর্ঘটনা আতঙ্কে থাকে চলাচলকারী যাত্রীরা। এ পথ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। সড়কটি তুলনা মুলক সরু হওয়ায় একত্রে দুটি বাস ক্রোসিংয়ের সময় যানযটের সৃষ্টি হয়। অপর দিকে ইন্দুরকানী বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া সড়কটির উভয় পাশে কোন ড্রেন না থাকায় অল্প বৃষ্টিতেই কাদা পানিতে নিমজ্জিত হয় এই সড়ক। আবার সড়কটির উপরেই বসানো হয়েছে ইজি বাইক ও রিক্সা স্ট্যান্ড। ফলে যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক অসুবিধা হয়। বয়োবৃদ্ধ ও অসুস্থ্য যাত্রীরা ভাঙ্গা রাস্তায় যাতায়াত করে আরো অসুস’ হয়ে পড়ছে। ভাঙ্গা রাস্তা মেরামতের জন্য প্রতি বছর সরকার লাখ লাখ টাকা বরাদ্দ দিলেও এ সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। মাঝে মাঝে খানা খন্দকে ভরা সড়কটি সড়ক ও জনপদ কর্তৃপক্ষ বালি ও রাবিস দিয়ে মেরামত করলেও দু এক দিন না যেতেই আবার যেই সেই অবস্থার সৃষ্টি হয়। অজানা কারনেই গুরুত্বপূর্ন এই সড়কটির সংস্কার কাজসহ উল্লেখিত সমস্যা সমাধানের কোন পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জন দুর্ভোগ লাঘবে জরুরী ভিত্তিতে সড়কটির সংস্কার এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রানের দাবী । এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেন জানান, সড়কটি সংস্কারের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …