পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে জেল জরিমানা ছাড়াই ঢিলে ঢালা অভিযান। ৬ থেকে ১৬ অক্টোবর নদীতে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ ঘোষনা করা হলে ১৬ লক্ষাধিক টাকার মাছ ও জাল উদ্ধার করা হয়। কিন’ রহস্যজনক ভাবে কাউকে জরিমানা বা গ্রেফতার করা হয়নি। হতদরিদ্রদের নামে মাছ দেয়ার নামে কর্মকর্তা কর্মচারীসহ প্রভাবসালীদের ভুরিভোজের অভিযোগ পাওয়া যায়। স’ানীয় শ্রমিক সর্দার আলী হোসেন জানান, আমার ঘরের সামনে বসে প্রায় ১৫ মন ইলিশ মাছ উপজেলায় নিয়ে গেলেও আমাকে দেয়নি ১ টি মাছ। বরং নেতারা ও এতিমখানায় উপজেলায় বসে ভাগাভাগি করে মাছ নিয়ে গেছে। অপর দিকে রোববার অভিযানের শেষ দিন পর্যন- যাদের কাছ থেকে মৎস্য অফিস মাছ ও জাল উদ্ধার করেছে তাদের কাউকে কোন ধরনের জরিমানা বা শাসিত্ম প্রদান করেনি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, এ পর্যন্ত কাউকে গ্রেফতার বা জরিমানা করা হয়নি। আটককৃত সব জাল পুড়িয়ে ফেলা হলেও কিছু জাল ইউএনও স্যারের কথায় রাখা হয়েছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …