27 Boishakh 1432 বঙ্গাব্দ রবিবার ১১ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিএসডিও’র মতবিনিময় সভা

নওগাঁয় বিএসডিও’র মতবিনিময় সভা

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গতকাল বুধবার বেলা ১১টায় চেরাগপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস’া (বিএসডিও’র) উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। চেরাগপুর নবদূত সংঘের সভাপতি ও এনএসএ সদস্য নিবারণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপসি’ত থেকে বক্তব্য রাখেন সংস’ার প্রজেক্ট ম্যানেজার আতাউর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের ২৫জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উলেস্নখ্য বিএসডিও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও অক্সফামের সহায়তায় মহাদেবপুর উপজেলায় বাংলাদেশের প্রানিত্মক ও সামাজিকভাবে উপেড়্গিত জনগোষ্ঠির অধিকার ও সেবা সুরক্ষায় স্থানীয় সুশীল সমাজ ও সংগঠনের সক্ষমতা বৃদ্ধি প্রকল্প বাসত্মবায়ন করছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …