7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ভান্ডারিয়ায় আটককৃত লক্ষ লক্ষ টাকার ইলিশের আংশিক বিতরণ বাকি মাছ ছেড়ে দেয়ার কারন মানবিক নাকি রফাদফা

ভান্ডারিয়ায় আটককৃত লক্ষ লক্ষ টাকার ইলিশের আংশিক বিতরণ বাকি মাছ ছেড়ে দেয়ার কারন মানবিক নাকি রফাদফা

পিরোজপুর প্রতিনিধি: সোমবার ভান্ডারিয়া উপজেলায় আটক ৩টি ট্রলারের মাছ আংশিক বিতরণ করে ছেড়ে দিয়েছে ভান্ডারিয়া উপজেলা প্রশাসন। সকালে উপজেলার  ২৯টি এতিমখানা ও দুঃস’ অসহায়ের মাঝে কিছু মাছ বিতরণ করে।  বাকী মাছগুলো ট্রলার সহ ছেড়ে দেওয়া হয়েছে।  এসময় উক্ত  ট্রলারে থাকা জাল গুলি থেকে আংশিক  কারেন্ট জাল উত্তোলন করে  জন সম্মুখে পুড়ে ফেলে এবং বাকী জালগুলি জেলেদেরকে দিয়ে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম.ইফতেখারুল ইসলাম খন্দকার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জেলেদেরকে মানবিক কারনে কিছু মাছ খাবারের জন্য দেওয়া হয়েছে। এ দিকে উপজেলায় ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা থাকলেও এ অফিস পরিচালনা করেন অফিসের সহকারী মৎস কমকর্তা মোঃ মনির হোসেন ফরাজী। তার বাড়ী উপজেলার নদমুলা গ্রামে হওয়ায় এবং দির্ঘ বছর নিজ এলাকায় চাকুরী করার সুবাদে স’ানীয় প্রভাব বিস-ার করে মৎস্য অফিসের সকল অনিয়মকে নিয়মে পরিনত করছে। অভিযোগ আছে  উক্ত মনিরের অনিয়মের বিরুদ্ধে ভুক্তভোগিরা যথাযথ কতৃপক্ষেও কাছে বেশ কয়েবার অভিযোগ দেওয়ার পরে তাকে অন্যত্র বদলী করা হলেও অজ্ঞাত কারনে বার বার তার বদলী স’গিত হয়ে থাকে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …