এনবিএন ডেস্ক: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় র্যাব ও পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে ‘বিবিএলবি জয় বাংলা’ নামের সর্বহারার নতুন একটি সংগঠনের ২ নারীসহ ৪ সদস্যকে আটক করেছে। রোববার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, আত্রাই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের শাহজাহান আলী স্ত্রী ফুলজান বিবি (৩৬), একই গ্রামের মৃত খোকা সরদারের ছেলে জিয়ার সরদার (২৭), সাহেবগঞ্জ গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী ফাতেমা বেগম (২২) ও মোজাফ্ফর হোসেনের ছেলে মাসুদ মিয়া (২৫)।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খাঁন জানান, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন গ্রামে নতুন সর্বহারা দল ‘বিবিএলবি জয়বাংলা’ সংগঠনের নামে হাতে লেখা লিফলেট ছড়িয়ে আতংক সৃষ্টি করে। গত বৃহস্পতিবার রাতে তারা মোটা অংকের চাঁদাদাবী এবং হত্যার হুমকি দিয়ে ভরতেঁতুলিয়া গ্রামের আবুল হোসেন সরদার, রমজান আলী ও শহীদুল ইসলামের বাড়ির দরজায় উড়ো চিঠি দিয়ে ও বাড়ির আশেপাশে লিফলেট ছড়িয়ে এলাকায় আতংকের সৃষ্টি করে।
এসব ঘটনার পর এলাকার সাধারন মানুষ পুলিশ ও র্যাবের কাছে একাধিক অভিযোগ দেয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব ও পুলিশের যৌথ টিম অভিযানে নামে। গত ২ দিন ধরে র্যাব-৫ এর উপ-পরিচালক মীর্জা গোলাম সারোয়ার, নওগাঁ সদর সার্কেলের এএসপি মাহফুজ আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে আত্রাই উপজেলার বিভিন্ন স’ানে অভিযান চালিয়ে রোববার ওই ৪ জনকে গ্রেফতার করে।
ওসি জানান, নতুন সর্বহারা দল ‘বিবিএলবি জয়বাংলা’ সংগঠনের গ্রেফতারকৃত ৪ জন জনমনে আতংক সৃষ্টি এবং চাঁদা আদায়ের জন্য এই লিফলেট বিলি ও উড়ো চিঠির কথা পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানায়। #
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় নতুন সর্বহারার সংগঠন-বিবিএলবি জয়বাংলা র্যাব পুলিশের অভিযানে দুই মহিলাসহ চার সদস্য গ্রেফতার
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …