সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বাণিজ্যিক ভাবে কেঁচো সার উৎপাদন শুরু হয়েছে। কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামে তৈরি হচ্ছে এই জৈব সার। ৪ বছর আগে রিয়া ফার্টিলাইজার নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান থাইল্যান্ড থেকে ১ লক্ষ কেঁচো নিয়ে সার উৎপাদন কার্যক্রম শুরু করে। মাত্র কয়েক বছরেই প্রতিষ্ঠানটি লাভ জনক হয়ে ওঠে। প্রতিমাসে উৎপাদন করছে প্রায় ১০০ টন কেঁচো সার আর কেঁচোর সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ। রিয়া ফার্টিলাইজর এর মালিক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, বর্তমানে প্রতি কেজি কেঁচো দুই হাজার টাকায় এবং প্রতি কেজি কেঁচো সার ১২ টাকা দরে বিক্রি করে প্রতিমাসে তিনি আয় করছেন প্রায় ২ থেকে আড়াই লক্ষ টাকা। চাহিদা বেশী থাকায় ভবিষ্যতে দুই হাজার টন সার উৎপাদনের পরিকল্পনা করছেন তিনি। এদিকে এ কাজে কর্মসংস’ানের সৃষ্টি হয়েছে এলাকার ২২ জন হত দরিদ্র মানুষের। এই কাজ করে অনেকেই হয়েছেন সাবলম্বি আয় করছেন মাসে চার থেকে পাঁচ হাজার টাকা। প্রতিষ্ঠানে কর্মরত এক মহিলা শ্রমিক জানান, কাজ না থাকায় আগে ঘরে বসে থাকতে হতো আর এখন কাজ পাওয়ায় ছেলে মেয়েদের লেখা পড়া করাতে পারছি। আরেক শ্রমিক জানান, আগে বেকার ছিলাম এই প্রতিষ্ঠান হওয়ায় কাজ করে খেতে পারছি। মাসে ৫ হাজার টাকা বেতন পাই তাতে খুবই ভালো আছি। কেঁচো সার ব্যবহার করে উপকৃত হয়েছেন অনেকেই। তাই কৃষকদের কাছে দিনদিনই বৃদ্ধি পাচ্ছে এই জৈবিক সারের চাহিদা। শাহজাদপুরের তালগাছি এলাকার কৃষক সোহেল জানান, রাসায়নিক সারের চেয়ে জৈবিক এই কেঁচো সার ব্যবহার করলে বেগুন ফুলকোপি ও সবজির ফলন ভালো হয় এবং সময়ের চেয়ে তিন চার মাস বেশি সময় আবাদ করা যায়। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক দুলাল চন্দ্র রায় জানান, অন্য যে কোন জৈব সারের চেয়ে কেঁচো সার মাটি ও ফসলের জন্য বেশী কার্যকর। এই জৈবিক সার ব্যবহার করলে মাটির গুণগত মান বৃদ্ধি পায় এবং ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তিনি আরো জানান, এই সার যাতে কৃষকদের কাছে পৌছাতে পারে তাই কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক, ডিলার ও কৃষি কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন স’ানে উদ্বুদ্ধকরণ সভা সেমিনারের আয়োজন করা হচ্ছে। কেঁচো সারের ব্যবহার যেমন পরিবেশ বান্ধব তেমনি কৃষি উৎপাদন বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে বলে তিনি জানান।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …